• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

নিবন্ধিত ৪৯ লাখ, টিকা নিয়েছেন ৩৬ লাখেরও বেশি

আরটিভি নিউজ

  ০৬ মার্চ ২০২১, ১৯:৩৪
49 lakh registered, more than 36 lakh vaccinated
ফাইল ছবি

চলতি বছরের গত ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া করোনাভাইরাস প্রতিরোধী জাতীয় টিকাদান কর্মসূচিতে অংশ নিয়ে দেশে এখন পর্যন্ত টিকা নিয়েছেন ৩৬ লাখ ৮২ হাজার ১৫২ জন। তার মধ্যে পুরুষ ২৩ লাখ ৫৫ হাজার ৪২৩ জন আর নারী ১৩ লাখ ২৬ হাজার ৭২৯ জন। পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে ৮২৫ জনের। শুক্রবার (৬ মার্চ) বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছেন ৪৯ লাখ দুই হাজার ৯৪৮ জন।

আজ শনিবার (৬ মার্চ) টিকা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

৭ ফেব্রুয়ারি থেকে সরকারি ছুটির দিন বাদে প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এ টিকাদান কর্মসূচি চলে।

অধিদপ্তর জানায়, গত শুক্রবার (৫ মার্চ) টিকা নিয়েছেন ১ লাখ ৯৮৩ জন। তাদের মধ্যে পুরুষ ৬১ হাজার ৩৫৪ আর নারী ৩৯ হাজার ৬২৯।

বিজ্ঞপ্তিতে জানা যায়, মোট টিকা নেওয়া ৩৬ লাখ ৮২ হাজার ১৫২ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন ১১ লাখ ৫০ হাজার ২৫৪ জন, ময়মনসিংহ বিভাগে টিকা নিয়েছেন ১ লাখ ৫৫ হাজার ৮৪ জন, চট্টগ্রাম বিভাগে টিকা নিয়েছেন ৭ লাখ ৮৬ হাজার ২৫৪ জন, রাজশাহী বিভাগে টিকা নিয়েছেন ৩ লাখ ৯৯ হাজার ৪৩৫জন, রংপুর বিভাগে টিকা নিয়েছেন ৩ লাখ ৩৬ হাজার ১২৯ জন, খুলনা বিভাগে টিকা নিয়েছেন ৪ লাখ ৭০ হাজার ৪৬৪ জন, বরিশাল বিভাগে টিকা নিয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৩৫৫ জন আর সিলেট বিভাগে টিকা নিয়েছেন ২ লাখ ১৫ হাজার ১৭৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানা গেছে, গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৫টা পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছেন ৪৯ লাখ ২ হাজার ৯৪৮ জন।

কেএফ

মন্তব্য করুন

daraz
  • করোনাভাইরাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টিকা নিতে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট লাগবে হজযাত্রীদের 
অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ করে দেওয়া হবে : তথ্য প্রতিমন্ত্রী
বন্ধ হয়ে যাচ্ছে অনিবন্ধিত অনলাইন!
ক্যানসারের টিকাও সম্ভব করতে পারে নতুন প্রযুক্তি
X
Fresh