• ঢাকা রোববার, ২৬ মে ২০২৪, ১২ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

যুক্তরাজ্যকে পেছনে ফেলে রাশিয়ার করোনা টিকাদান শুরু

আন্তর্জতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৫ ডিসেম্বর ২০২০, ১৬:০৪
Covid: Russia begins vaccinations in Moscow, rtv online
ছবি- সংগৃহীত

প্রথম দেশ হিসেবে করোনাভাইরাসের টিকা অনুমোদন দেয়ার সিদ্ধান্ত নিয়েছিল যুক্তরাজ্য। তাদের বেশ কয়েক ঘণ্টা পর ঘোষণা দেয় রাশিয়া। যদিও সবার আগেই সাধারণ মানুষের কাছে পৌঁছে দিল ভ্লাদিমির পুতিনের দেশটি। খবর বিসিসির।

শনিবার রাজধানী মস্কোর বিভিন্ন হাসপাতালে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। ‘স্পুটনিক-ভি’ নামক এই টিকা আশঙ্কাজনক রোগীদের দেয়া হচ্ছে।

গেল বৃহস্পতিবার প্রথম দেশ হিসেবে করোনা টিকা ব্যবহারের অনুমতি দেয় যুক্তরাজ্য। দেশটির পক্ষ থেকে জানানো হয়, ফাইজার ও বায়োএনটেকের এই টিকা আগামী সপ্তাহে করোনা প্রতিরোধে ৯৫ শতাংশ পর্যন্ত কার্যকর।

অন্যদিকে মন্ত্রীদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে রাশিয়ার সরকার প্রধান পুতিন জানান, ব্যাপক পরিসরে তাদের টিকা প্রয়োগ করা হবে। সেক্ষেত্রে চিকিৎসক ও শিক্ষকদের দেয়া হবে অগ্রাধিকার। এরই ধারাবাহিকতায় এদিন টিকা দান কর্মসূচি শুরু হলো।

কর্মসূচি সফল করতে টিকা নিতে আগ্রহীদের বিনামূল্যে এই সেবা দেয়া হবে। অনলাইনে ৭০টি সাইটের মাধ্যমে নিবন্ধন করতে হবে তাদের।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • করোনাভাইরাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় প্রাণ গেল আরও একজনের
অর্থমন্ত্রী করোনায় আক্রান্ত
করোনা টিকা প্রত্যাহার করছে অ্যাস্ট্রাজেনেকা
দ্রুত ছড়াতে সক্ষম করোনার নতুন ভ্যারিয়েন্ট ফ্লার্ট
X
Fresh