• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

করোনা জয় করলেন মাশরাফির নানা ডা. মাসুদ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৯ এপ্রিল ২০২০, ২০:৪১
করোনা জয় করলেন মাশরাফির নানা ডা. মাসুদ
ডা. মাসুদ আহম্মেদ

গত ১৮ এপ্রিল করোনা আক্রান্ত হন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজার নানা ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজী বিভাগের সহকারী অধ্যাপক ডা. মাসুদ আহম্মেদ। করোনাভাইরাস মোকাবেলায় শুরু থেকেই কাজ করে যাচ্ছিলেন ডা. মাসুদ আহম্মেদ।

করোনা পজিটিভ আসার পর কয়েকদিন বাসায় থেকে চিকিৎসা নেয়ার পর খুলনা থেকে গত ২৩ এপ্রিল হেলিকপ্টার যোগে ঢাকা নিয়ে আসা হয়।

ঢাকায় মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয় ডা. মাসুদ আহম্মেদকে। দীর্ঘ ১২ দিন করোনার সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত করোনা নেগেটিভ হয়েছেন তিনি।

আজ বুধবার টেস্ট রিপোর্ট কোভিড-১৯ টেস্টে নেগেটিভ রেজাল্ট আসে। তবে এখনো আইসিইউতে আছেন তিনি। এমনটা নিশ্চিত করেছেন মাশরাফীর পারবারিক সূত্র।

আগামীকাল আইসিইউ থেকে আগামীকাল বৃহস্পতিবার কেভিনে নেয়া হবে। এখানে রাখা হবে আরও দুই দিন। এমন খবরে স্বস্তি প্রকাশ করেছেন ডা. মাসুদ আহম্মেদের পরিবার।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • স্বাস্থ্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংসদীয় স্থায়ী কমিটিতে সাকিব-মাশরাফি
X
Fresh