• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

২০ হাজারের বেশি আইসোলেশন শয্যা প্রস্তুত: স্বাস্থ্যমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৯ এপ্রিল ২০২০, ২০:২৩
২০ হাজারের বেশি আইসোলেশন শয্যা প্রস্তুত স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

করোনাভাইরাস মোকাবিলা করতে সরকারের হাতে এখন ২০ হাজারেরও বেশি আইসোলেশন শয্যা প্রস্তুত রয়েছে। আরও প্রয়োজন হলে তারও ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে সরকারের। বললেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ বুধবার রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে নবনির্মিত দুই হাজার শয্যার করোনা আইসোলেশন সেন্টার পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বসুন্ধরা কনভেনশন সেন্টারে ২০০০, ডিএনসিসি মার্কেটে ১৩০০ ও উত্তরার দিয়াবাড়িতে ১২০০ নতুন শয্যা এখন প্রায় পুরোপুরি প্রস্তুত হয়েছে।

চলতি সপ্তাহেই এগুলো উদ্বোধন করা যাবে আশা করা যাচ্ছে। এছাড়া দেশের রাজধানীসহ জেলা-উপজেলায় আরও ৬০১ প্রতিষ্ঠানে করোনা আইসোলেশন শয্যা প্রস্তুত রয়েছে। সব মিলিয়ে করোনা মোকাবিলায় দেশে এখন ২০ হাজারেরও বেশি আইসোলেশন শয্যা প্রস্তুত হয়ে গেছে।

তিনি বলেন, দেশের অর্থনীতিকে বাঁচাতে সঠিক নিয়মে সীমিত আকারে কিছু শিল্প কারখানা খুলে দেয়া যেতে পারে। করোনার কারণে দেশের কিছু মানুষ যাতে কর্মহীন হয়ে না যায় সে জন্য স্বাস্থ্য ব্যবস্থা ঠিক রেখে সীমিত পরিসরে কিছু শিল্প কলকারখানা খুলে দেয়া হবে। যুক্তরাষ্ট্র, ইতালি, ফ্রান্সসহ ইউরোপের বহু দেশে লকডাউন শিথিল করা হয়েছে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • স্বাস্থ্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘আজকের ছবিটা তুলে রাখুন, এটা ঐতিহাসিক একটা ছবি’
অজানা ভাইরাসে ২ বোনের মৃত্যু, বাবা-মাকে রাখা হলো আইসোলেশনে
ড. ইউনূসের বিরুদ্ধে হাইকোর্টে ফের আবেদন
২৪ ঘণ্টায় ২৮ জনের করোনা শনাক্ত
X
Fresh