• ঢাকা শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
logo

করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৪৭ জনে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ ফেব্রুয়ারি ২০২০, ১১:৪৫
করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৪৭ জনে
ফাইল ছবি

করোনাভাইরাসের সংক্রমণে চীনে আরও ১১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সারাবিশ্বে সবমিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৪৭ জনে।

আজ শুক্রবার সিএনএনের প্রতিবেদনে এতথ্য জানানো হয়েছে।

মৃতের সংখ্যা বাড়ার পাশাপাশি বিশ্বে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যাও বেড়েছে। এখন পর্যন্ত চীনে মারা গেছেন ২২৩৬ জন, আর চীনের বাইরে মৃত্যু হয়েছে ১১ জনের।

সর্বশেষ খবর অনুযায়ী, চীনে ৭৫ হাজার ৪৬৫ জনের শরীরের এই ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৬ হাজার ৬৯১ জনে।

গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে করোনার সংক্রমণ শুরু হয়। এরপর আস্তে আস্তে তা বিশ্বের ৩০টিরও বেশি দেশে ছড়িয়ে পড়ে।

হুবেইয়ের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, প্রদেশটিতে এখন পর্যন্ত ৬২ হাজার ৪২২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে দুই হাজার ১৪৪ জনের।

চীন এছাড়াও কানাডা, হংকং, দক্ষিণ কোরিয়ায় নতুন করে করোনায় আক্রান্তের খবর পাওয়া গেছে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • স্বাস্থ্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দক্ষিণ কোরিয়ার নির্বাচন পর্যবেক্ষণে যাচ্ছেন সিইসি
দক্ষিণ কোরিয়ায় যেতে ইচ্ছুকদের জন্য সুসংবাদ
দক্ষিণ কোরিয়া চলচ্চিত্র উৎসবে জাজের ‘ময়না’
করোনায় আরও একজনের মৃত্যু
X
Fresh