• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

চব্বিশ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কমলো

আরটিভি নিউজ

  ০৪ আগস্ট ২০২১, ১৮:৫১
ডেঙ্গু আক্রান্ত রোগী

দিনে দিনে এডিস মশার কামড়ে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। গত চব্বিশ ঘণ্টায় সারাদেশে ২৩৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। যা গতকালের (মঙ্গলবার) তুলনায় আজ (বুধবার) ডেঙ্গু রোগীর সংখ্যা কম ছিল।

বুধবার (৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য মতে, মঙ্গলবার ২৬৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিল আজকে ২৩৭ জন আক্রান্ত হয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ২৩৭ জন। এদের মধ্যে ২২১ জনই ঢাকার আর ঢাকার বাইরে ১৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ১ হাজার ৫৮ জন রোগী ভর্তি। এর মধ্যে ঢাকাতেই আছে এক হাজার ৪ জন, আর বাকি ৫৪ জন অন্য বিভাগে। এই বছরের ১ জানুয়ারি থেকে ৪ আগস্ট পর্যন্ত ৩ হাজার ৬৮৩ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ২ হাজার ৬১৭ জন। এই বছর এখন পর্যন্ত ডেঙ্গু সন্দেহে ৮ জনের মৃত্যুর তথ্য পর্যালোচনার জন্য রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এফএ

মন্তব্য করুন

daraz
  • স্বাস্থ্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লক্ষ্মীপুরে তাপদাহ, হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা
কালিয়াকৈরে তাপদাহে হাসপাতালে রোগীর সংখ্যা বেড়েই চলেছে
গরমে বাড়ছে শিশু রোগীর সংখ্যা, ওষুধের তীব্র সংকট
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, চলতি বছরে ২৪
X
Fresh