logo
  • ঢাকা বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২০, ২৯ শ্রাবণ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু ৪২ জন, আক্রান্ত ২৯৯৫ জন, সুস্থ হয়েছেন ১১১৭ জন: স্বাস্থ্য অধিদপ্তর

ভাড়া পরিশোধে মেস মালিকদের সহানুভূতিশীল হওয়ার আহ্বান জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের

আরটিভি নিউজ
|  ০৬ জুলাই ২০২০, ০০:১৪ | আপডেট : ০৬ জুলাই ২০২০, ০০:১৭
National University, Vice-Chancellor, Call, Mess Owner
অধ্যাপক ড. হারুন-অর-রশিদ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো।
করোনাভাইরাসের এই সংকটময় মুহূর্তে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে অধ্যয়নরত শিক্ষার্থীদের কাছ থেকে ভাড়া আদায়ে মেস মালিকদের সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ। 

রোববার (৬ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভাড়া পরিশোধে শিক্ষার্থীদের ওপর চাপ না দেওয়ার আহ্বান জানান উপাচার্য।

উপাচার্য বলেন, কোভিড-19 মহামারি পরিস্থিতির কারণে মেসে অবস্থানকারী অধিকাংশ শিক্ষার্থী বর্তমানে তাদের নিজ বাড়িতে অবস্থান করছে। বর্তমানে বাংলাদেশ তথা সারাবিশ্বে কোভিড-19 মানবজাতির অস্তিত্বের জন্য বড় হুমকি হিসেবে দেখা দিয়েছে। প্রতিদিন মানুষের প্রাণহানির সংখ্যা বেড়েই চলছে। দেশের সমগ্র জনগণের মধ্যে ভীতিকর অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি বিবেচনায় সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

এমতাবস্থায় শিক্ষার্থীদের বেশ কয়েকমাসের ভাড়া বকেয়া পড়েছে যা পরিশোধে হিমশিম খাচ্ছে শিক্ষার্থীরা। করোনা পরিস্থিতি বিবেচনায় মেস মালিকদের সহানুভূতিশীল হওয়ার আহ্বান অধ্যাপক ড. হারুন-অর-রশিদ। 

জিএ 

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ২০৬৬৪৯৮ ১৫৩০৮৯ ৩৫১৩
বিশ্ব ২০৫৫৩৩২৮ ১৩৪৬৫৬৪২ ৭৪৬৬৫২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • শিক্ষা এর সর্বশেষ
  • শিক্ষা এর পাঠক প্রিয়