• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

করোনার মধ্যে শিশুদের ভর্তিপরীক্ষা: সাউথ পয়েন্টকে শোকজ

আরটিভি নিউজ

  ২৯ জুন ২০২০, ১১:১২
Admission of children in Corona: Showcase to South Point
করোনার মধ্যে শিশুদের ভর্তিপরীক্ষা নেয়ায় সাউথ পয়েন্টকে শোকজ

করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে ভর্তিপরীক্ষা নেওয়ায় সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজকে শোকজ করা হয়েছে। রোববার (২৮ জুন) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা থেকে প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও সভাপতিকে এ শোকজ নোটিশ দেওয়া হয়।

নোটিশে বলা হয়, গত ১৮ মার্চ থেকে করোনাভাইরাস সংক্রমণরোধে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে এবং ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। দেশের এ দুর্যোগকালে ভর্তি পরীক্ষা নেওয়া সরকারের আদেশ অমান্য করার শামিল। তাই কেন আপনার ও আপনার প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না- তার ব্যাখ্যা তলব করা হলো।

নোটিশে আজ সোমবার (২৯ জুন) দুপুর ১২টার মধ্যে স্কুল পরিদর্শকের কাছে শোকজের সুস্পষ্ট জবাব জমা দিতে বলা হয়েছে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও সভাপতিকে।

সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হামিদা আলী বলেন, এটা আমাদের একটি ভুল সিদ্ধান্ত ছিল। এ বিপদের সময় এমন আয়োজন দুঃখজনক। আমি ওই শাখার প্রধানের সঙ্গে কথা বলেছি। তিনি দুঃখ প্রকাশ করেছেন। আমিও সবার কাছে এমন ভুলের জন্য ক্ষমা চাইছি।
উল্লেখ্য, গত শনিবার (২৭ জুন) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত প্রথম ও দ্বিতীয় শ্রেণির ভর্তি পরীক্ষা নেয় প্রতিষ্ঠানটি।
পি

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২৪ ঘণ্টায় ১৬ জনের করোনা শনাক্ত
২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১৬
২৪ ঘণ্টায় ১৬ জনের করোনা শনাক্ত
আরও ১৫ জনের করোনা শনাক্ত
X
Fresh