logo
  • ঢাকা সোমবার, ০১ জুন ২০২০, ১৮ জ্যৈষ্ঠ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে ৪০ জনের মৃত্যু, আক্রান্ত ২৫৪৫ জন, সুস্থ ৪০৬ জন: স্বাস্থ্য অধিদপ্তর

জাবি অধ্যাপক নিসার আহমেদ মারা গেছেন

আরটিভি অনলাইন ডেস্ক
|  ০৯ মে ২০২০, ২০:২২
JU Professor Nisar Ahmed died
জাবি অধ্যাপক নিসার আহমেদ। ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অর্থনীতি বিভাগের অধ্যাপক নিসার আহমেদ শামস গতকাল শুক্রবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার বয়স হয়েছিল ৪৮ বছর। 

অর্থনীতি বিভাগের সাবেক সভাপতি ও বর্তমান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মাদ আমজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ‘বেশ আগে থেকেই অধ্যাপক নিসার আহমেদ হার্টের সমস্যায় ভুগছিলেন। কিন্তু, হঠাৎ গেল বৃহস্পতিবার রাতে সমস্যা বেড়ে গেলে শুক্রবার ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে ভর্তি করা হয়। সেখানে তিনি দুপুরে মারা যান।’

অধ্যাপক নিসার আহমেদের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শোক জানিয়েছেন।

এক শোক বার্তায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন, ‘তার প্রয়াণে বিশ্ববিদ্যালয় ও জাতির জন্য অপূরণীয় ক্ষতি হয়ে গেল। বিশ্ববিদ্যালয় এবং শিক্ষার্থীগণ অর্থনীতি চর্চায় আরও ঋদ্ধ হওয়া থেকে বঞ্চিত হলো। তিনি শিক্ষা ও গবেষণার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ে স্মরণীয় হয়ে থাকবেন।’

এজে

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৪৭১৫৩ ৯৭৮১ ৬৫০
বিশ্ব ৬২৬৩৯১১ ২৮৪৬৭১৩ ৩৭৩৮৯৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • শিক্ষা এর সর্বশেষ
  • শিক্ষা এর পাঠক প্রিয়