logo
  • ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২০, ২১ জ্যৈষ্ঠ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৩৫ জন, আক্রান্ত ২৪২৩ জন, সুস্থ হয়েছেন ৫৭১ জন: স্বাস্থ্য অধিদপ্তর

করোনা ঠেকাতে পাঁচ সিদ্ধান্ত নিলো ঢাবি

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ২৯ এপ্রিল ২০২০, ২২:২৭ | আপডেট : ২৯ এপ্রিল ২০২০, ২২:৩০
করোনা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের করোনা ভাইরাসের ঝুঁকি নিরসনে পাঁচটি সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এর মধ্যে 'গণরুম' ব্যবস্থা বন্ধ করা, হলের সংস্কার ও পরিস্কার পরিচ্ছন্নতা পরিকল্পনাও আছে।

বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির এক ভার্চুয়াল সভা এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

সভায় সিদ্ধান্ত হয়, বিশ্ববিদ্যালয় খোলার পর হলের কক্ষের মেঝেতে কোনও শিক্ষার্থী অবস্থান করতে পারবেন না। এই ছুটির মধ্যে হল প্রশাসন সব কক্ষে খাটের ব্যবস্থা করবে।

ছুটির এই সময়ে বিভিন্ন হলের সংস্কার ও পরিস্কার পরিচ্ছন্নতার কাজ শেষ করারও সিদ্ধান্ত হয় ওই সভায়।

সভায় অভিমত ব্যক্ত করা হয়, এসব সিদ্ধান্ত বাস্তবায়িত হলে দীর্ঘদিনের গড়ে ওঠা কথিত ‘গণরুমের’ অবসান ঘটবে। তবে এই ‘গণরুমের’ অবসান ও ‘যাদের ছাত্রত্ব নেই তাদের হলে অবস্থান না করার’ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর আন্তরিক সহযোগিতা দরকার।

সভায় প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন ছিলেন।

দেশে করোনা পরিস্থিতির কারণে গেল ১৯ মার্চ থেকে ছুটি ঘোষণা করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এসজে

RTVPLUS

সংশ্লিষ্ট সংবাদ : করোনাভাইরাস

আরও
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৫৭৫৬৩ ১২১৬১ ৭৮১
বিশ্ব ৬৫৬৮৫১০ ৩১৬৯২৪৩ ৩৮৭৯৫৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • শিক্ষা এর সর্বশেষ
  • শিক্ষা এর পাঠক প্রিয়