• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মোদির আগমনের প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

ইবি সংবাদদাতা

  ০১ মার্চ ২০২০, ১৩:৪৩
ছাত্র ইউনিয়ন,
ইবিতে বিক্ষোভ করছে ছাত্র ইউনিয়ন

ভারতের দিল্লীতে চলমান সাম্প্রদায়িক সন্ত্রাস ও ঢাকায় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশে ছাত্র ইউনিয়নের ইসলামি বিশ্ববিদ্যালয় শাখা।

রোববার বেলা সাড়ে ১১টায় দলীয় টেন্ট থেকে বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটির নেতা-কর্মীরা। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

বিক্ষোভ মিছিলে সংগঠনটির সভাপতি নুরুন্নবী ইসলাম সবুজ, সাধারণ সম্পাদক জি কে সাদিকসহ নেতা-কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেয়।

এ সময় ‘মোদি মোদি-নট এলাও নট এলাও’, ‘গো ব্যাক মোদি’সহ বিভিন্ন স্লোগান দেন তারা।

প্রতিবাদ সমাবেশে ইবি শাখা ছাত্র ইউনিয়ন সাধারণ সম্পাদক জি.কে সাদিক বলেন, ভারতে সাম্প্রদায়িক দাঙ্গার মূল হোতা মোদি। মুজিববর্ষের কর্মসূচিতে তাকে আমন্ত্রণ জানিয়ে নিয়ে আসাটা কলঙ্কজনক। অবিলম্বে তার সফর বাতিল করতে হবে। তিনি বাংলাদেশে এলে ছাত্র ইউনিয়ন তাকে প্রতিহত করবে বলেও ঘোষণা দেয়া হয় সমাবেশে।

এসজে

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাবি ছাত্র ইউনিয়ন সংসদের ৩২তম সম্মেলন ২৭-২৮ ফেব্রুয়ারি
X
Fresh