রাবি সংবাদদাতা, আরটিভি অনলাইন
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৩৮
আসছে বসন্ত, সাজছে রাবি চারুকলা

এই ঋতুরাজ বসন্তকে স্বাগত জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চারুকলা অনুষদ সাজছে বর্ণিল সাজে। অনুষদের শিক্ষার্থীরা তুলি দিয়ে রঙ মেখে রাঙাচ্ছেন কিছু হাড়ি। যা সখের হাড়ি বলেই পরিচিত। এসব হাড়িতে ফুটে উঠছে বিভিন্ন ফুল-ফলের চিত্রসহ গ্রাম বাংলার সংস্কৃতি।
আবার বাঁশ, বেত, খড়, বাঁশের চাটাই দিয়ে গ্রামীণ সংস্কৃতির আদলে মঞ্চ ছাউনি তৈরি করা হচ্ছে। অন্যদিকে, কিছুসংখ্যক শিক্ষার্থীর হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে বসন্তের আমেজকে বৃদ্ধি করতে কোকিলের ডামি। কেউ পেপারে আঠা লাগিয়ে নিচ্ছেন আবার কেউ সেটা লাগিয়ে দিচ্ছেন বাঁশের তৈরি কোকিলের ডামির উপরিভাগে।
কয়েকজন শিক্ষার্থী অনুষদের একাডেমিক ভবনের পূর্ব পাশের দেওয়াল বেয়ে বাঁশের তৈরি মাচার উপরে উঠে পুরো দেয়াল জুড়ে করছেন শিল্পী বনিজুল হকের মুখচ্ছবির দেয়ালচিত্র। আবার বসন্ত বরণে প্রথম যাত্রা ‘আনারকলি’র অনুশীলন করছেন একাডেমিক ভবনের দ্বিতীয় তলার বেলকনিতে বেশ কয়েকজন।
ভবনের পূর্ব দেয়ালের পাশে বসে দেয়ালচিত্র অঙ্কন দেখছেন অনুষদের মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নয়ন আহমেদ সুমন। জানালেন, প্রতিবারের মতো এবারেও বসন্তকে বরণ করে নিতে রাবি চারুকলায় দুইদিন ব্যাপী বসন্ত বরণ ও পিঠা উৎসবের আয়োজন করা হচ্ছে।
এবারের আয়োজনের শোভাযাত্রায় থাকবে পলাশ ফুল ও কোকিলের ডামি। যা মানুষকে বসন্তের কোকিল ডাকা ও লাল টুকটুকে পলাশ ফুলকে মনে করিয়ে দিবে।
সখের হাড়ির নকশা করছেন অনুষদের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী প্রমা নওশিন। বললেন, বসন্তকে ঘিরে এবারে অনেক দেয়ালচিত্র করা হয়েছে।
ইতিমধ্যে আরও একটি দেয়ালচিত্র করা হচ্ছে শিল্পী বনিজুল হকের। তিনি রাবি চারুকলার প্রতিষ্ঠাতা ছিলেন। এবারে চারুকলা মঞ্চ একটু আলাদাভাবে সাজানো হবে। মঞ্চের সামনে সখের হাড়ি দিয়ে সাজানো হবে, যা রাজশাহীর বিখ্যাত সখের হাড়ির ঐতিহ্যকে সামনে নিয়ে আসবে। আর মঞ্চের উপরে খড়ের ছাউনি দেয়া হবে যা দেশের গ্রাম বাংলার লোক সংস্কৃতিকে ধারণ করবে।
এজে