• ঢাকা বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
logo

ব্রাহ্মণবাড়িয়ায় ভুল প্রশ্নপত্রে পরীক্ষা: ৪ শিক্ষককে অব্যাহতি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৪ ফেব্রুয়ারি ২০২০, ২১:২৮
দায়িত্বে অবহেলা, পরীক্ষা সংক্রান্ত দায়িত্ব থেকে অব্যাহতি
ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এসএসসি পরীক্ষায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগে দায়িত্বপ্রাপ্ত চার শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দায়িত্বে অবহেলার অভিযোগে তাদের এসএসসি পরীক্ষা সংক্রান্ত সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

অব্যাহতিপ্রাপ্ত শিক্ষকরা হলেন, নিদারাবাদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সচিব আব্দুল আহাদ, হল সুপার গোলাম জিলানী, আব্দুল হান্নান ও কক্ষ পরিদর্শক।

জানা গেছে, গতকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) বাংলা প্রথমপত্রের পরীক্ষায় ওই কেন্দ্রে ২০২০ সালের নিয়মিত পরীক্ষার্থীদের ২০১৮ সালের অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য প্রণীত প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়। এদিকে, ভুল প্রশ্নপত্রে পরীক্ষা দেওয়া পরীক্ষার্থীদের রোল নম্বর শিক্ষাবোর্ডে পাঠানো হয়েছে।

বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহের নিগার এ তথ্য নিশ্চিত করেছেন।

এজে

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘উপজেলা নির্বাচনে দায়িত্বে অবহেলা করলে বরখাস্ত’
X
Fresh