• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

শ্লীলতাহানির দায়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বহিষ্কার

নোবিপ্রবি সংবাদদাতা, আরটিভি অনলাইন

  ৩০ জানুয়ারি ২০২০, ২২:৩৭
শ্লীলতাহানির দায়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বহিষ্কার
ফাইল ছবি।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে এক ছাত্রকে দুই বছরের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বহিষ্কৃত ছাত্রের নাম সামছুদ্দোহা মিরাজ। তিনি ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওই ছাত্রের বিরুদ্ধে একই বিভাগের এক ছাত্রী শ্লীলতাহানির অভিযোগ করেন। পরে বিষয়টি প্রমাণিত হওয়ায় অভিযুক্ত ছাত্রকে আগামী ২ বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে।

তিনি আরও জানান, এ বিষয়ে অভিযোগ দায়েরের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গতকাল বুধবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় ওই ছাত্রকে বহিষ্কারের নোটিশ দেয়। এর আগে গত (২৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এজে

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বর্ষবরণে শ্লীলতাহানি : ৯ বছরেও শেষ হয়নি বিচার
শিক্ষক মুরাদের বিরুদ্ধে শ্লীলতাহানির প্রাথমিক সত্যতা মিলেছে : ডিএমপি
শ্লীলতাহানির অভিযোগে সেই এএসআই ক্লোজড
তল্লাশির নামে আদিবাসী নারীকে শ্লীলতাহানির অভিযোগ
X
Fresh