• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

আগামীতে বিনামূল্যে স্নাতক পর্যন্ত মেয়েদের শিক্ষা: গণপূর্তমন্ত্রী

পিরোজপুর প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০১ জানুয়ারি ২০২০, ২০:৩১
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম
পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম। ছবি: আরটিভি অনলাইন

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, আগামীতে বিনামূল্যে স্নাতক পর্যন্ত মেয়েদের শিক্ষা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে সরকারের। শিক্ষা সরকারের দয়া নয় বরং এটি মানুষের অধিকার। তাই সকলের শিক্ষার অধিকার নিশ্চিত করতে সরকার বছরের প্রথম দিনেই ৩৫ কোটিরও বেশি বই শিক্ষার্থীদের হাতে তুলে দিয়েছেন।

আজ বুধবার সকাল ১১টায় পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইদ্রিস আলী আযিযীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, পিরোজপুর পৌরসভার মেয়র মো. হাবিবুর রহমান মালেক এবং মাধ্যমিক শিক্ষা অফিসার সুনীল চন্দ্র সেন।

প্রসঙ্গত, এ বছর প্রাথমিকের ১ হাজার ৩০২টি বিদ্যালয়ের ১ লক্ষ ২৩ হাজার ৩৪৫ শিক্ষার্থীর মাঝে ৫ লক্ষ ৮৬ হাজার ৫০১ টি বই বিতরণ করা হয়। এছাড়া ৫৫০ টি মাধ্যমিক বিদ্যালয়, দাখিল মাদ্রাসা, এবতেদায়ী ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ১ লক্ষ ৫৪ হাজার ৯৩ জন শিক্ষার্থীর মাঝে ১৯ লক্ষ ৪৮ হাজার ৯৯৫ টি বই বিতরণ করা হয়।

এজে

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
X
Fresh