logo
  • ঢাকা শনিবার, ১৬ জানুয়ারি ২০২১, ২ মাঘ ১৪২৭

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৪ ডিসেম্বর ২০১৯, ১৯:২২
আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৯, ১৯:৪৩

বৃহস্পতিবার খুলছে জাবির হল, ক্লাস ও পরীক্ষা ৮ ডিসেম্বর

বৃহস্পতিবার খুলছে জাবির হল
ফাইল ছবি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হলগুলো আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় খোলা হবে। তবে ক্লাস ও পরীক্ষা শুরু হবে ৮ ডিসেম্বর থেকে।

আজ বুধবার (৪ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে অনুষ্ঠিত সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. আবদুস সালাম মিঞা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে আজ বিকেলে সিন্ডিকেটের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। এতে সিন্ডিকেট সদস্যদের মতামতের ভিত্তিতে হল খোলার সিদ্ধান্ত হয়। সিন্ডিকেটের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম সচল রাখার জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

এজে/ এমকে

RTV Drama
RTVPLUS