• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

সরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু ১ ডিসেম্বর, লটারি ২৪ ডিসেম্বর

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ নভেম্বর ২০১৯, ১০:৩১
সরকারি বিদ্যালয় ভর্তি ১ ডিসেম্বর ২৪ ডিসেম্বর

ঢাকা মহানগরীর সরকারি বিদ্যালয়ে ২০২০ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। তিনটি গ্রুপে ভাগ করে ঢাকা মহানগরীর সরকারি বিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে ১ ডিসেম্বর থেকে।

জানা গেছে, ১৮ ডিসেম্বর এ গ্রুপের বিদ্যালয়গুলোর মাধ্যমে ভর্তি পরীক্ষা শুরু হবে। আর ঢাকা মহানগরীর সরকারি বিদ্যালয়গুলোতে প্রথম শ্রেণির ভর্তির লটারি অনুষ্ঠিত হবে ২৪ ডিসেম্বর।

ঢাকার সরকারি বিদ্যালয়গুলোতে প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। আর দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত নেওয়া হবে ভর্তি পরীক্ষা। অপরদিকে জেএসসি বা জেডিসি পরীক্ষার ফলের ভিত্তিতে সরকারি বিদ্যালয়ের শূন্য আসনে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।

১ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত টেলিটকের নির্ধারিত ওয়েবসাইটের (http://gsa.teletalk.com.bd) মাধ্যমে ভর্তির আবেদন করা যাবে। আর এসএমএসের মাধ্যমে টেলিটক মোবাইল থেকে ফি দেওয়া যাবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, ঢাকা মহানগরীর ৪২টি সরকারি বিদ্যালয়কে তিনটি গ্রুপে ভাগ করে ২০২০ শিক্ষাবর্ষে নতুন শিক্ষার্থী ভর্তি করা হবে। ১৮ ডিসেম্বর এ গ্রুপের ১৪টি বিদ্যালয়ের, ১৯ ডিসেম্বর বি গ্রুপের ১৪টি বিদ্যালয়ের এবং ২০ ডিসেম্বর সি গ্রুপের ১৪টি বিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৪ ডিসেম্বর তিন গ্রুপের বিদ্যালয়গুলোতে প্রথম শ্রেণির ভর্তির লটারি অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ও তৃতীয় শ্রেণিতে ৫০ নম্বরে এক ঘণ্টার আর চতুর্থ থেকে ৮ম শ্রেণিতে ১০০ নম্বরের দুই ঘণ্টার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পি

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এক শ্রেণিতে ৫৫ জনের বেশি ভর্তি নয় : শিক্ষা প্রতিমন্ত্রী
হাসপাতালে ভর্তি আর্জেন্টাইন ফরোয়ার্ড তেভেজ
শরীয়তপুরে ডায়রিয়ার প্রকোপ, ২৪ ঘণ্টায় ৫৫ রোগী হাসপাতালে ভর্তি
নোবিপ্রবি কেন্দ্রে পরীক্ষা দেবে ৭ হাজার ৭৬৩ ভর্তিচ্ছু শিক্ষার্থী  
X
Fresh