• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ডাকসু নির্বাচন: লাইনে দেড় ঘণ্টা ধরে একই জায়গায়!

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ মার্চ ২০১৯, ১২:২৩
ছবি-সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ(ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। কিন্তু ভোট দিতে আসা ভোটারদের লাইন সামনে এগোচ্ছে না বলে অভিযোগ সাধারণ ভোটারদের। দেড় থেকে দুই ঘণ্টারও বেশি সময় ধরে একই জায়গায় দাঁড়িয়ে আছেন অনেক ভোটার। এতে লাইন দীর্ঘ হয়ে গেছে।

সোমবার সকালে ভোটগ্রহণ শুরুর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাধিক হলের ভোটাররা এই অভিযোগ করেন।

বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থীরা বলেন, দেড় ঘণ্টা ধরে একই জায়গায় দাঁড়িয়ে আছি। সামনের দিক থেকে এগোয় না। তাই সামনে যেতে পারছি না।

লাইনে দাঁড়ানো এক শিক্ষার্থী বলেন, ঘণ্টা খানেকের বেশি সময় ধরে এক জায়গায় দাঁড়িয়ে আছি। সামনে এগোতে পারছি না। কে বা কারা মাঝখানে দাঁড়িয়ে আছে তারা সামনে এগুচ্ছেন না। তাই আমরাও ঘণ্টা পর ঘণ্টা এখানে দাঁড়িয়ে আছি।

এ বিষয়ে জানতে চাইলে হল রিটার্নিং অফিসার অধ্যাপক ড. আবদুস সবুর খান বলেন, আসলে বিষয়টি ঠিক নয়।

প্রসঙ্গত, সোমবার সকাল ৮টা থেকে ডাকসু নির্বাচন শুরু হয়েছে। চলবে দুপুর ২টা পর্যন্ত। নির্বাচনে মোট ভোটার ৪২ হাজার ৯২৩ জন। নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা অনুসারে ডাকসুর ২৫টি পদের বিপরীতে লড়ছেন ২২৯ জন।

আরো পড়ুন:

এসএস

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
X
Fresh