• ঢাকা বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
logo

মহসীন হলে লিটন নন্দীর ওপর হামলার অভিযোগ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ মার্চ ২০১৯, ১২:০৪

ডাকসু নির্বাচনে মহসীন হলের ভোটকেন্দ্রে প্রবেশ করতে গিয়ে বাম জোটের ভিপি প্রার্থী ও ছাত্র ইউনিয়নের লিটন নন্দীর ওপর ছাত্রলীগ নেতা-কর্মীদের হামলার অভিযোগ ওঠেছে।

পরে হলটির প্রভোস্ট নিজামুল হক ভূঁইয়া এবং অন্যান্য সহকারী শিক্ষকরা তাকে উদ্ধার করেন। আজ সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনা পর ছাত্রলীগ ও বাম জোটের নেতাকর্মীদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

লিটন নন্দী বলেন, হলে প্রবেশ করতে গেলেই তারা হামলা করে। এসময় আমার সঙ্গে থাকা ছাত্র ইউনিয়নের প্রার্থীরাও লাঞ্ছিত হন।

প্রভোস্ট নিজামুল হক ভুঁইয়া ঘটনার সত্যতা শিকার করে বলেন, ভুল বোঝাবুঝি থেকে এরকম ঘটনা ঘটেছে। এখন পরিবেশ শান্ত।\


---------------------------------------
আরো পড়ুন : দুই ঘণ্টা দাঁড়িয়েও ভোট দিতে পারছেন না ছাত্রীরা, বিক্ষোভ
---------------------------------------

এদিকে ব্যালটে সিল মারার অভিযোগে নির্ধারিত সময়ের তিন ঘণ্টা পর বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে ডাকুস নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। সোমবার বেলা ১১ টা ১০ মিনিট থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলবে ৫টা ১০ মিনিট পর্যন্ত। চিফ রিটার্নিং কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান এ কথা জানিয়েছেন।

কুয়েত মৈত্রী হলের সামনে উপ-উপাচার্য (প্রো-ভিসি) ড. মুহম্মদ সামাদ সাংবাদিকদের বলেন, ‘স্থগিত থাকা ভোট শুরু হয়েছে। ভোট চলবে বিকাল ৫টা ১০ মিনিট পর্যন্ত। এরপরও যদি ভোটার উপস্থিত থাকে তাহলে নির্ধারিত সময়ের পরও তাদের ভোট নেয়া হবে।

তিনি আরও বলেন, ‘প্রভোস্টকে এরই মধ্যে অপসারণ করা হয়েছে। ব্যালটে সিল মারার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

আরো পড়ুন:

এসএস

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
X
Fresh