• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

চবি’র ‘বি’ ইউনিটে পাসের হার ৪৪ শতাংশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংবাদদাতা

  ২৮ অক্টোবর ২০১৮, ১৪:১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের (কলা ও মানববিদ্যা অনুষদ) ফলাফল প্রকাশ করা হয়েছে। মোট পাসের হার ৪৪ দশমিক ৪৫ শতাংশ।

আজ রোববার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন চবি উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

ঘোষিত ফলাফল অনুযায়ী, ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ‘বি’ ইউনিটে ১ হাজার ২২১ আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিয়েছিল ২৭ হাজার ৬৪৮ শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ১২ হাজার ২৯০ জন।

পরীক্ষার বিস্তারিত ফলাফল এবং ভর্তি প্রক্রিয়া সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (admission.cu.ac.bd) থেকে জানা যাবে। এছাড়া CU KHA টাইপ করে রোল নম্বর লিখে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি SMS-এ ভর্তিচ্ছুরা ফলাফল জানতে পারবেন।

এ বিষয়ে চবির ডেপুটি রেজিস্টার এস এম আকবর হোসেন আরটিভি অনলাইনকে বলেন, উত্তীর্ণ ভর্তিচ্ছুরা কোন বিষয় পড়তে ইচ্ছুক তা আগামী ৪ থেকে ৮ নভেম্বর পর্যন্ত ওয়েবসাইটে পূরণ করতে পারবেন।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টিকটক নিষিদ্ধে বিল পাস যুক্তরাষ্ট্রের
অষ্টম শ্রেণি পাসেই ব্র্যাকে চাকরির সুযোগ
বিমান বাংলাদেশ এয়ারলাইনসে বড় নিয়োগ, লাগবে এসএসসি পাস
ইসরায়েল–ইউক্রেনকে সামরিক সহায়তা দিতে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে বিল পাস
X
Fresh