• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

আদিবাসী কোটা বহালের দাবিতে বিক্ষোভ

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা

  ০৯ অক্টোবর ২০১৮, ১৮:৫৫

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আদিবাসীদের সরকারি চাকরিতে ৫ শতাংশ কোটা পুনর্বহাল এর দাবী জানিয়ে বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয়ের আদিবাসী শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে একটি বিক্ষোভ মিছিল বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর গেইট থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জয় বাংলা ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করে আন্দোলনকারীরা।

সমাবেশ থেকে আদিবাসী শিক্ষার্থীরা সরকারের প্রতি দাবী জানান, অবিলম্বে আদিবাসীদের জন্য বরাদ্দকৃত ৫ শতাংশ কোটা পুনর্বহাল করার।

সমাবেশে বক্তারা বলেন, আদিবাসীরা আজ স্বাভাবিক জীবন থেকে অনেকটা পিছিয়ে আছে। সংবিধান আমাদের কোটা দিয়েছে, আর আজ তা আপনারা তুলে নিলেন। আদিবাসীদের জন্য কোটা এটি আমাদের সাংবিধানিক অধিকার। আমরা ক্লাসে থাকতে চাই, সবার সঙ্গে চলতে চাই। আমরাও এই রাষ্ট্রের নাগরিক। তাই অনতিবিলম্বে আমাদের পাহাড়িদের কোটা ফিরিয়ে দিন।

বিশ্ববিদ্যালয়ে আদিবাসী সংগঠনদের পক্ষে বক্তব্য রাখেন- প্রভাত কুবি, আশা রংখেং, তপন চাকমা, দর্পণ দফোসহ আরও অনেকে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গোপালগঞ্জে প্রসূতির মৃত্যু, চিকিৎসকসহ গ্রেপ্তার ৩
প্রতিবন্ধীদের জন্য প্রাথমিকের ১১৭ পদ সংরক্ষণের নির্দেশ
তল্লাশির নামে আদিবাসী নারীকে শ্লীলতাহানির অভিযোগ
৪৪ হাজার কোটা খালি রেখেই শেষ হজ নিবন্ধন
X
Fresh