• ঢাকা রোববার, ২৭ অক্টোবর ২০২৪, ১২ কার্তিক ১৪৩১
logo

বাংলা ব্লকেড কর্মসূচি

কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ ইবি শিক্ষার্থীদের

ইবি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৭ জুলাই ২০২৪, ১৫:৫৫
ছবি : আরটিভি

কোটা সংস্কারের দাবিতে দেশব্যাপী ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।

রোববার (৭ জুলাই) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। পরে তারা মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রধান ফটক হয়ে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করেন।

অবরোধ চলাকালে সড়কে গাছের গুঁড়ি ফেলে ও আগুন জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেন শিক্ষার্থীরা। এ সময় তারা সড়কে গান, আবৃত্তি ও বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করেন।

শিক্ষার্থীরা বলেন, কোটা সংস্কারের দাবিতে দেশব্যাপী চলমান যে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি ঘোষণা করা হয়েছে, তা বাস্তবায়ন করতে মাঠে এসেছি। আমাদের যৌক্তিক দাবি যতক্ষণ পর্যন্ত না বাস্তবায়ন হবে আমরা আন্দোলন অব্যাহত রাখবো।

মন্তব্য করুন

Radhuni
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, শ্রমিক বিক্ষোভে দীর্ঘ যানজট
ইবি শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানিসহ নানা অভিযোগ, তদন্তে কমিটি
টঙ্গীতে বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের আন্দোলন 
ইবির উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষের পদত্যাগ