• ঢাকা শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
logo

শাবিপ্রবির লেক থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

শাবিপ্রবি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৫ মে ২০২৪, ১৮:১৭
ছবি : আরটিভি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) লেক থেকে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৫ মে) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ফুডকোর্টের পিছনের লেক থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত শ্রমিকের নাম আলমগীর মিয়া (৩৫)। তিনি নগরীর বিমানবন্দর থানার লাখাউড়া গ্রামের বড় বাড়ির মৃত বারিক মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী।

তিনি বলেন, ফুডকোর্টের পেছনে লেক নির্মাণের কাজ চলছে। নির্মাণকাজের ঠিকাদারের অধীনে লোকটি সেখানে কাজ করছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শক খেয়ে লোকটি মারা গেছে। তবে অধিকতর তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।

তিনি আরও বলেন, মৃত লোকটিকে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শ্রমিকের মৃত্যুতে শোক জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, এমন সংবাদ আমাদের জন্য অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক। আমরা বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে যত ধরনের সহযোগিতা করা প্রয়োজন সব ধরনের সহযোগিতা দিয়ে আমরা তার পরিবারের পাশে দাঁড়াবো।

মন্তব্য করুন

  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শাবিপ্রবির মূল ফটকের নাম ‘শহীদ রুদ্র তোরণ’ ঘোষণা
সেন্টমার্টিনে ট্রলারডুবি, নিখোঁজ ২ জনের মরদেহ উদ্ধার
মিরসরাইয়ে ফ্ল্যাট থেকে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার
শাবিপ্রবিতে আন্দোলনকারীদের ওপর টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ