• ঢাকা মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

গুচ্ছের ‘সি’ ইউনিটে শাবিপ্রবি কেন্দ্রে উপস্থিতি ৯২ শতাংশ 

শাবিপ্রবি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১০ মে ২০২৪, ২১:১০
গুচ্ছের ‘সি’ ইউনিটে শাবিপ্রবি কেন্দ্রে উপস্থিতি ৯২ শতাংশ 
ছবি : আরটিভি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে গুচ্ছ ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা। এতে ৯২ শতাংশ পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন বলে নিশ্চিত করেছেন শাবির ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক আবু সাঈদ আরফিন খান।

শুক্রবার (১০ মে) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ‘এ’ এবং ‘ই’-তে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সদস্য সচিব বলেন, শাবি কেন্দ্রে আবেদনকারী ছিলেন ৭২৯ জন। এর মধ্যে অংশগ্রহণ করেছেন ৬৭১ জন পরীক্ষার্থী। পরীক্ষা চলাকালীন যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি, স্থানীয় পুলিশ প্রশাসন, গোয়েন্দা সংস্থার লোক‌ নিয়োজিত ছিলেন।

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শাবিপ্রবির লেক থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার
শুধু গণিতেই ১ লাখ ৬৬ হাজার ফেল
গোপালগঞ্জে এসএসসিতে অকৃতকার্য হয়ে পরীক্ষার্থীর আত্মহত্যা
এসএসসির ফলাফলে সেরা ১০ স্কুল
X
Fresh