• ঢাকা শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

গরমে স্বস্তি দিতে ঠান্ডা শরবত বিতরণ

আরটিভি নিউজ

  ০২ মে ২০২৪, ২১:০৯
ছবি : সংগৃহীত

সারাদেশে চলছে তীব্র তাপদাহ, তেমনি বেড়েছে হিট স্ট্রোকের ঝুঁকি। এই তীব্র দাবদাহের মধ্যে সাধারণ মানুষদের স্বস্তি দিতে পথচারীদের মাঝে ঠান্ডা শরবত বিতরণ করা হয়ছে।

বুধবার (১ মে) দুপুরে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের এইচ বি আর টাওয়ারের সামনে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ডিপার্টমেন্টের শিক্ষার্থী ও প্রাইমএশিয়ানস ফ্যামিলি সংগঠনের উদ্যোগে এ কার্যক্রম কার্যক্রম চালান তারা। এ সময় শহরে চলাচলরত তিন শতাধিক পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে এই শরবত বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, তীব্র তাপ প্রবাহের মধ্যে সাধারণ মানুষদের কিছুটা স্বস্তি দিতে এ ক্ষুদ্র প্রয়াস। এ সংকট মুহূর্তে যাতে সবাই এগিয়ে আসে।

পাশাপাশি জনসাধারণকে এই তীব্র দাবদাহে খুব বেশি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ ও পরিমিত পরিমাণে বিশুদ্ধ পানি পানের জন্য সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। বিগত সময়গুলোতেও প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা মানবসেবামূলক কাজ করে এসেছে এবং ভবিষ্যতেও করে যাবে ইনশাআল্লাহ।

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
X
Fresh