• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

রাজধানীর সরকারি স্কুলগুলোতে ভর্তি শুরু

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ নভেম্বর ২০১৭, ১৮:১৩

রাজধানীর সরকারি মাধ্যমিক স্কুলগুলোতে ভর্তির আবেদন আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে।

আবেদন চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত।

মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) ভর্তি কমিটির এক সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।

আগামী ২৬ ডিসেম্বর লটারি এবং ২৭, ২৮ ও ২৯ ডিসেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

৩০ তারিখের মধ্যেই ফল প্রকাশ এবং নতুন বছরের প্রথম দিন থেকেই ক্লাস শুরু হবে।

সভায় এসব সিদ্ধান্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন মাউশি পরিচালক (কলেজ) মো. সামশুল হুদা।

তিনি বলেন, রাজধানীর ৩৫টি স্কুলের ভর্তি কার্যক্রম শুরু করতে নীতিমালার আলোকে সভা অনুষ্ঠিত হয়েছে।

সেই সভায় ভর্তি সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এসজে

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বসতবা‌ড়ি‌তে বিস্ফোরণ, আহত স্কুলছাত্রীর ঢাকায় মৃত্যু
গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় হাবিপ্রবি কেন্দ্রে বহিষ্কার ১ 
হল-ক্যাম্পাস বন্ধ ঘোষণার মধ্যেই কুবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষা
চলছে গুচ্ছের বি ইউনিটের ভর্তি পরীক্ষা
X
Fresh