• ঢাকা শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
logo

শাবি অফিসার্স অ্যাসোসিয়েশন নির্বাচনে ১১ পদের বিপরীতে ২২ প্রার্থী

শাবিপ্রবি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৩ জানুয়ারি ২০২৪, ২৩:১৩
ছবি : সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩১ জানুয়ারি। নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামীপন্থী ও বিএনপি-জামায়াতপন্থী দুই প্যানেলের প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে। এবার দুই প্যানেলে ১১টি পদের বিপরীতে ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় নির্বাচন কমিশনার তাপস তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

নির্বাচনে আওয়ামীপন্থী প্যানেল থেকে সভাপতি পদে সহকারী রেজিস্ট্রার মো. জামাল উদ্দিন, সহসভাপতি পদে সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ মঈনুল হক, সাধারণ সম্পাদক পদে আইকিউসির একাউন্টস অফিসার অশোক বর্মন অসীম, সহসাধারণ সম্পাদক পদে প্রশাসনিক কর্মকর্তা শাহাদাত হোসেন চৌধুরী (শিশির) ও কোষাধ্যক্ষ পদে অ্যাকাউন্টস অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম। এই প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে লড়ছেন ভারপ্রাপ্ত মহাবিদ্যালয় পরিদর্শক মো. তাজিম উদ্দিন, প্রিন্সপাল ইন্সট্রুমেন্টাল ইঞ্জিনিয়ার মো. মইনুল ইসলাম চৌধুরী, সহকারী রেজিস্ট্রার রাজীব সী, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল হক, রাসেন্দ্র চন্দ্র দাস ও মো. সিরাজুল ইসলাম।

অন্যদিকে, বিএনপি-জামায়াতপন্থী প্যানেল থেকে সভাপতি পদে উপ-রেজিস্ট্রার আ ফ ম মিফতাউল হক, সহসভাপতি পদে উপরেজিস্ট্রার (পরিকল্পনা ও উন্নয়ন) আহমদ মাহবুব ফেরদৌসী, সাধারণ সম্পাদক পদে সহকারী রেজিস্ট্রার মো. মাহফুজুর রহমান, সহসাধারণ সম্পাদক পদে প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আজিজুল হক, কোষাধ্যক্ষ পদে সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) মো. আব্দুর রশিদ।

এ প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে লড়ছেন অতিরিক্ত হিসাব পরিচালক মোহাম্মদ মুর্শেদ আহমদ, তত্ত্বাধায়ক প্রকৌশলী এমরান আহমেদ চৌধুরী, উপ-রেজিস্ট্রার মো. ইউনুস আলী, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মখলিছুর রহমান (পারভেজ), পদার্থবিজ্ঞান বিভাগের ইন্সট্রুমেন্ট ইঞ্জিনিয়ার মো. সেলিম রেজা এবং উপ-রেজিস্ট্রার মোছা. সাবিহা ইয়াসমিন।

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
থানায় ঢুকে প্রতিদ্বন্দ্বীকে আক্রমণের অভিযোগে আ.লীগ নেতাকে শোকজ
সোনারগাঁ উপজেলা নির্বাচন : প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ
উপজেলা নির্বাচন : মন্ত্রীর ভাইয়ের হুমকিতে তোলপাড়  
আচরণবিধি না মানলে কাউকে ছাড় দেওয়া হবে না : ইসি রাশেদা
X
Fresh