• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo

ঢাবিতে এবার চার ককটেল বিস্ফোরণ

আরটিভি নিউজ

  ০৫ জানুয়ারি ২০২৪, ২১:৫৮
ফাইল ছবি

ফের ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়(ঢাবি) ক্যাম্পাসে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণসংলগ্ন নীলক্ষেত পুলিশ ফাঁড়ির সামনে চারটি ককটেল বিস্ফোরিত হয়েছে। এর আগে গত ২৭ ডিসেম্বরও একই স্থানে ককটেল বিস্ফোরণ ঘটেছিল।

একাধিক মোটর সাইকেলে করে অজ্ঞাত কয়েকজন যুবক ককটেলগুলো বিস্ফোরণ করে পালিয়ে যায় এ সময়।
নীলক্ষেত পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আল আমিন খবরটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চারটি ককটেল বিস্ফোরণ ঘটেছে। দোষীদের সনাক্ত করা যায়নি এখনও। তবে খুঁজে বের করার চেষ্টা চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোটরসাইকেলে কয়েকজন নীলক্ষেত পুলিশ ফাঁড়ির সামনে এসে পরপর চারটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়। এ সময় বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা।

প্রসঙ্গত, গত বছর নভেম্বর মাসে পরপর দুদিন বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। সর্বপ্রথম ভিসি চত্বরে ককটেল বিস্ফোরিত হয়। এরপর কলাভবনের শৌচাগার থেকে দুটো ককটেল উদ্ধার করা হয়। এছাড়া আরও কয়েকবার বিচ্ছিন্নভাবে ককটেল বিস্ফোরণের সংবাদ শোনা যায় ডিসেম্বর মাসে।

দ্বাদশ জাতীয় নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরুর পর থেকে এই ধরনের ঘটনা বেড়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাড় পাচ্ছেন না স্বজনকে প্রার্থী করা মন্ত্রী-এমপিরা
নির্বাচন প্রভাবমুক্ত রাখতে পরিষ্কার বার্তা রয়েছে : ইসি হাবিব
‘উপজেলা নির্বাচনে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে’
বিগত নির্বাচন অত্যন্ত গ্রহণযোগ্য হয়েছে : ইসি রাশেদা 
X
Fresh