• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo

কামিল পরীক্ষার ফল প্রকাশ

আরটিভি নিউজ

  ০৪ জানুয়ারি ২০২৪, ২১:৫১
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে হওয়া কামিল (স্নাতকোত্তর) প্রথম এবং দ্বিতীয় বর্ষের পরীক্ষা-২০২১ এর ফল প্রকাশ করা হয়েছে। পাসের হার যথাক্রমে ৯২ এবং ৯৫ দশমিক ৯৪ শতাংশ। পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iau.edu.bd এ পাওয়া যাবে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ফলাফল ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদের হাতে হস্তান্তর করেন।

এ সময় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ বলেন, পরীক্ষা নিয়ন্ত্রকসহ পরীক্ষা দপ্তরের সব কর্মকর্তা ও কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে ফলাফল প্রস্তুত করা হয়। এ ফলাফল প্রকাশের মাধ্যমে মাদরাসা শিক্ষার্থীদের সব হতাশা দূর হলো।

ফলাফল হস্তান্তরের সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এস এম এহসান কবীর, রেজিস্ট্রার ড. মোহাম্মদ কামরুল ইসলাম, পরিচালক অর্থ ও হিসাব মোছাব্বির মোহাম্মদ মুছাসহ পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের সব কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ, পদ ৫১
এমপিওভুক্ত মাদরাসার নিজস্ব ওয়েবসাইট তৈরির নির্দেশ
মাদরাসাছাত্রীকে ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার
স্কুল-মাদরাসা বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ
X
Fresh