• ঢাকা শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
logo

পাসে পিছিয়ে কুমিল্লা, সিলেট জিপিএ-৫ প্রাপ্তিতে ধস

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ জুলাই ২০১৭, ১৪:৩৫

এবছর পাসের হার সবথেকে কম কুমিল্লা শিক্ষাবোর্ডে। এবার এ বোর্ডে এবার পাসের হার ৪৯.৫২ শতাংশ। এ বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৩৭২ জন। পাস করেছে ৪৯ হাজার ৭০৪ জন শিক্ষার্থী।

অন্যদিকে সিলেট শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে ধস নেমেছে। গেলো বছর যেখানে ১ হাজার ৩৩০ জন জিপিএ-৫ পেয়েছিল। এবার তা প্রায় অর্ধেকে মাত্র ৭শ’ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। তবে ৭২ শতাংশ পাসের হার নিয়ে আট শিক্ষা বোর্ডের মধ্যে শীর্ষে রয়েছে সিলেট বোর্ড।

এবছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় সারাদেশে পাসের হার ৬৮.৯১ শতাংশ।

মাদ্রাসা বোর্ডে পাসের হার ৭৭ দশমিক ০২ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ১ হাজার ৮১৫ জন। কারিগরি বোর্ডে পাসের হার ৮১ দশমিক ৩৩ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ২ হাজার ৬৬৯ জন।

এছাড়া দিনাজপুর বোর্ডে পাসের হার ৬৫.৪৪ শতাংশ, জিপিএ ৫-পেয়েছে ২৯৮৭ জন, রাজশাহী বোর্ডে পাসের হার ৭১.৩০ শতাংশ, জিপিএ- ৫ পেয়েছেন ৫২৯৪ জন, বরিশালে পাসের হার ৭০.২৮ শতাংশ, জিপিএ- ৫ পেয়েছেন ৮১৫ জন, চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার ৬১.০৯ শতাংশ, ঢাকা বোর্ডে পাসের হার ৬৯.৭৪ শতাংশ, কুমিল্লা বোর্ডের পাসের হার ৪৯.৫২ শতাংশ, যশোর বোর্ডে পাসের হার ৭০.০২ শতাংশ এবং সিলেট বোর্ডের পাসের হার ৭২.০০ শতাংশ।

এসএস

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্নাতক পাসে চাকরি দেবে এসিআই, কাজ সপ্তাহে ৫ দিন
বিশ্বব্যাপী ক্যাম্পাসে ক্যাম্পাসে ছড়িয়ে পড়ছে ইসরায়েলবিরোধী বিক্ষোভ
হল-ক্যাম্পাস বন্ধ ঘোষণার মধ্যেই কুবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষা
লোকবল নিয়োগ দেবে এপেক্স, লাগবে স্নাতক পাস
X
Fresh