• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ঢাবিতে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষ : ২ জন পুলিশ হেফাজতে

আরটিভি নিউজ

  ২৬ মে ২০২২, ১৫:০৭
ঢাবিতে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষ : ২ জন পুলিশ হেফাজতে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় সন্দেহভাজন দুইজনকে হেফাজতে নিয়েছে শাহবাগ থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মওদুত হাওলাদার এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, ঘটনাস্থল থেকে সন্দেহভাজন দুইজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

দুজনকে হেফাজতে নেওয়ার বিষয়ে ওসি বলেন, তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করছি। এখনও এটাকে আটক বলা যাবে না। ঘটনাস্থলে তারা কেন এসেছে এবং তাদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

এর আগে, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে ছাত্রদল মিছিল বের করে। এ সময় মিছিলটি দোয়েল চত্বরের দিকে অগ্রসর হলে ছাত্রলীগের নেতাকর্মীদের বাধার মুখে পড়ে। তখন উভয়পক্ষের নেতাকর্মীদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপসহ ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পাঁচজন আহত হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
ঘোড়াঘাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ 
দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতার মৃত্যু
ঢাবিতে ছাত্রলীগের ‘গেস্টরুমে’ অচেতন শিক্ষার্থী, তদন্ত কমিটি গঠন
X
Fresh