• ঢাকা সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

ইবির প্রথম নারী ছাত্র উপদেষ্টা ড. শেলীনা নাসরীন

ইবি সংবাদদাতা, আরটিভি নিউজ

  ২৮ নভেম্বর ২০২১, ১০:২৮
ইবির প্রথম নারী ছাত্র উপদেষ্টা ড. শেলীনা নাসরীন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী ছাত্র উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. শেলীনা নাসরীন। আগামী এক বছর তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।
শনিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার দপ্তর থেকে পাঠানো এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. শেলীনা নাসরীনকে ছাত্র-উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন ভিসি অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। ২৫ নভেম্বর থেকে পরবর্তী এক বছর তিনি দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে বিধি মোতাবেক তিনি সব সুযোগ সুবিধা পাবেন।
এ বিষয়ে অধ্যাপক ড. শেলীনা নাসরীন বলেন, ‘নিয়োগের বিষয়টি আমাকে এখনও জানানো হয়নি। যোগদান করব কি না, ভেবে দেখব।’
উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি করোনা আক্রান্ত হয়ে মারা যান বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. সাইদুর রহমান। সেই থেকে দীর্ঘ ৯ মাস পদটি শূন্য ছিল।

এসএস/টিআই

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জলবায়ু তহবিল দেশের ওপর ঋণের বোঝা বাড়াচ্ছে: টিআইবি
দেশের ওপর ঋণের বোঝা চাপাচ্ছে জলবায়ু তহবিল: টিআইবি
প্রকৌশল সংস্থার শীর্ষ পদগুলোতে প্রকৌশলীদের পদায়ন চায় আইইবি
উপাত্ত সুরক্ষা আইনের আওতায় নিরপেক্ষ কমিশন গঠনের দাবি
X
Fresh