• ঢাকা বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
logo

ইবির প্রথম নারী ছাত্র উপদেষ্টা ড. শেলীনা নাসরীন

ইবি সংবাদদাতা, আরটিভি নিউজ

  ২৮ নভেম্বর ২০২১, ১০:২৮
ইবির প্রথম নারী ছাত্র উপদেষ্টা ড. শেলীনা নাসরীন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী ছাত্র উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. শেলীনা নাসরীন। আগামী এক বছর তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।
শনিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার দপ্তর থেকে পাঠানো এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. শেলীনা নাসরীনকে ছাত্র-উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন ভিসি অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। ২৫ নভেম্বর থেকে পরবর্তী এক বছর তিনি দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে বিধি মোতাবেক তিনি সব সুযোগ সুবিধা পাবেন।
এ বিষয়ে অধ্যাপক ড. শেলীনা নাসরীন বলেন, ‘নিয়োগের বিষয়টি আমাকে এখনও জানানো হয়নি। যোগদান করব কি না, ভেবে দেখব।’
উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি করোনা আক্রান্ত হয়ে মারা যান বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. সাইদুর রহমান। সেই থেকে দীর্ঘ ৯ মাস পদটি শূন্য ছিল।

এসএস/টিআই

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রকৌশল সংস্থার শীর্ষ পদগুলোতে প্রকৌশলীদের পদায়ন চায় আইইবি
উপাত্ত সুরক্ষা আইনের আওতায় নিরপেক্ষ কমিশন গঠনের দাবি
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞায় টিআইবির উদ্বেগ 
জোরপূর্বক ব্যাংক একীভূতকরণ দায়মুক্তির নতুন মুখোশ: টিআইবি
X
Fresh