• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

করোনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের মৃত্যু

আরটিভি নিউজ

  ২৬ জুলাই ২০২১, ১৩:৫৪
Professor of Jahangirnagar University dies in Corona
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণ ও অনুজীব বিজ্ঞান বিভাগের প্রায়ত প্রফেসর ড. নজিবুর রহমান।। ফাইল ছবি

প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণ ও অনুজীব বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. নজিবুর রহমান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৩ বছর। সোমবার (২৬ জুলাই) ভোররাতে তিনি রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। একই বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিভাগের অধ্যাপক খবির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

খবির উদ্দিন জানান, গত কয়েকদিন আগে তিনি করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি হন। নমুনা পরীক্ষা করানো হলে তার করোনা পজিটিভ আসে। এরপর তিনি এত দিন চিকিৎসাধীন ছিলেন। সকালে বিশ্ববিদ্যালয়ে তার জানাযা শেষে মরদেহ তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে নিয়ে দাফন করা হয়।

ড. নজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ে ২১ বছর যাবত শিক্ষকতা করে আসছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের পাশে সেনওয়ালী এলাকায় বসবাস করতেন।

কেএফ

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাওয়াই নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু
লালমনিরহাটে হিটস্ট্রোকে পত্রিকা বিক্রেতার মৃত্যু 
তেঁতুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মৃত্যুর দু’বছর পর দেশে ফিরছে ২ প্রবাসীর মরদেহ
X
Fresh