• ঢাকা রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

টিকার তথ্য দিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা

আরটিভি নিউজ

  ০৯ জুলাই ২০২১, ১৯:৫৭
জাতীয় বিশ্ববিদ্যালয়

করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজের শিক্ষার্থীর কোভিড-১৯ টিকা গ্রহণ সংক্রান্ত তথ্য পাঠাতে জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। শুক্রবার (০৯ জুলাই) বিশ্ববিদ্যালয় থেকে এ নির্দেশনা দেয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে, বিষয়টি জাতীয় জনগুরুত্বপূর্ণ ও জনস্বাস্থ্য সম্পর্কিত জরুরি বিচেনায় অধিভুক্ত কলেজের সম্মানিত অধ্যক্ষকে নিজ নিজ কলেজের শিক্ষার্থীদের তথ্য ছক পুরণ নিশ্চিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

নির্দেশনায় তথ্য সংগ্রহের জন্য বর্ণিত লিংক http://103.113.200.29/student_covidinfo/

-এ প্রদত্ত ফর্ম পূরণ করে আগামী ১২ জুলাইয়ের মধ্যে submit করার জন্য বলা হয়েছে।

গত ১৭ মের অফিস আদেশ মোতাবেক জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজ/শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক/গবেষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকা গ্রহণ সংক্রান্ত তথ্যাবলী www.nubd.info/college এ login করে College Profile-এ জরুরি ভিত্তিতে অনলাইনে পাঠানোর জন্য বিশ্বদ্যিালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।

এখন পর্যন্ত যেসব কলেজ যথাযথ তথ্য College Profile-এ subrit করেনি তাদেরকে অবিলম্বে submit করার জন্য বলা হয়েছে।

এফএ

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হজযাত্রীদের বিষয়ে সেবা সংস্থাগুলোকে ধর্মমন্ত্রীর নির্দেশনা
দাখিলের ফল দেখতে নির্দেশনা
বৃহস্পতিবার হজ ফ্লাইট শুরু, হজযাত্রীদের যখন ক্যাম্পে উপস্থিত হতে হবে
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা
X
Fresh