• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ফের ৪২তম বিসিএসের ভাইভা স্থগিত

আরটিভি নিউজ

  ২২ জুন ২০২১, ২০:১৯
সরকারি কর্ম কমিশন (পিএসসি)

করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আবার ৪২তম বিসিএসের (বিশেষ) ভাইভা ২৭ জুন থেকে স্থগিত করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

মঙ্গলবার (২২ জুন) পিএসসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনার কারণে ৪২তম বিসিএস (বিশেষ) ভাইভা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো। স্থগিত ভাইভার সূচি পরে প্রকাশ করা হবে।
চলতি বছরের ৬ জুন থেকে ৪২তম বিসিএসের ভাইভা শুরু হয়। আগামী ১৩ জুলাই পর্যন্ত ভাইভা চলার কথা ছিল। কিন্তু করোনার কারণে ২৭ জুন থেকে ভাইভা স্থগিত করা হয়েছে।

এর আগে পিএসসি ৫ মে মৌখিক পরীক্ষা সূচি প্রকাশ করে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ৬ হাজার ২২ জনের মৌখিক পরীক্ষা হওয়ার কথা রয়েছে। ৩০ জুন পর্যন্ত ৬ হাজার ২২ জনের ভাইভা অনুষ্ঠিত হবে। কিন্তু ১৮ মে বিজ্ঞপ্তিতে পিএসসি জানায়, বর্তমান করোনার পরিস্থিতি বিবেচনায় সরকারি বিধিনিষেধের কারণে ৪২তম বিসিএস (বিশেষ) মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। অল্প সময়ের মধ্যে নতুন তারিখ জানানোর কথা জানিয়েছিল পিএসসি। পরে ৬ জুন শুরু থেকে আবার ভাইভা শুরু করে পিএসসি। এ পরীক্ষা আগামী ১৩ জুলাই পর্যন্ত চলার কথা ছিল। করোনার কারণে সেই ভাইভা স্থগিত করা হলো।

এফএ

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মুগদা সড়কে উচ্ছেদ অভিযান স্থগিত করলেন হাইকোর্ট
বান্দরবানের তিন উপজেলায় নির্বাচন স্থগিত
প্রার্থীর মৃত্যুতে নওগাঁর মহাদেবপুর উপজেলার ভোটগ্রহণ স্থগিত
বিএনপির পর আ.লীগের সমাবেশও স্থগিত
X
Fresh