• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo

অনুমতি ছাড়াই ঢাবিতে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের কাজ শুরু

আরটিভি নিউজ

  ০৯ জানুয়ারি ২০২১, ১৭:১৯
Work, began, installation, sculpture, Bangabandhu, DU, without permission
অনুমতি ছাড়াই ঢাবিতে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের কাজ শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুমতি ছাড়াই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থগারের সামনে ‘অবিনশ্বর বঙ্গবন্ধু’ নামে ভাস্কর্য স্থাপনের কাজ শুরু করেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।

আজ শনিবার (০৯ জুনয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে সংবাদ সম্মেলনে ঘোষণা দেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুন। আগামীকাল রোববার (১০ জানুয়ারি) বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ভাস্কর্যটির উদ্বোধন করা হবে।

আল মামুন বলেন, ভাস্কর্যটি নির্মাণ করেছেন ভাস্কর রাশা ও উত্তম ঘোষ। গানমেটালে তৈরি ২.৫ ফুট উচ্চতার ভাস্কর্যটি বসানো হবে পাঁচ ফুট ভিত্তির ওপর।

তবে ভাস্কর্য স্থাপনের অনুমতির চেয়ে উপাচার্যের কাছে আবেদন করা হলেও কোনও সাড়া মেলেনি বলে জানান আল মামুন।

ঢাবিতে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান বলেন, ভাস্কর্য স্থাপনের বিষয়ে আমরা কিছুই জানি না। কিছুক্ষণ আাগে সাংবাদিকদের মাধ্যমে জানতে পারলাম। আমাদের পক্ষ থেকে এ ধরনের কোনও অনুমতি নেই।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভাস্কর উত্তম ঘোষ, মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেট মাহমুদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শাহীন মাতবর প্রমুখ।

এফএ

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অভিজ্ঞতা ছাড়াই চাকরি দিচ্ছে এসিআই, আবেদন অনলাইনে 
ভিয়েনায় বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্য উন্মোচন
সাকিবকে ছাড়াই জিম্বাবুয়ে সিরিজের দল ঘোষণা বিসিবির
সোনাইমুড়ীতে নতুন গ্যাস কূপের সন্ধান, আজ থেকে খনন শুরু
X
Fresh