smc
logo
  • ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০, ৫ কার্তিক ১৪২৭

একাদশ শ্রেণির ক্লাস শুরু ৪ অক্টোবর

  আরটিভি নিউজ রিপোর্ট

|  ০১ অক্টোবর ২০২০, ১৭:৩৭ | আপডেট : ০১ অক্টোবর ২০২০, ১৭:৪৮
একাদশ শ্রেণির ক্লাস শুরু ৪ অক্টোবর
সংগৃহীত
আগামী ৪ অক্টোবর থেকে শুরু হবে একাদশ শ্রেণির ক্লাস। করোনাভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এই ক্লাস অনলাইনে নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এজন্য সব কলেজে চিঠি পাঠিয়ে ৪ অক্টোবর থেকে অনলাইনে ক্লাস শুরুর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে শিক্ষা বোর্ডগুলো।

আরও পড়ুনঃ

একাদশের শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক রেজিস্ট্রেশন শুরু

শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার কথা ভাবছে সরকার

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাবকমিটির সভাপতি অধ্যাপক মু. জিয়াউল হক স্বাক্ষরিত একটি চিঠিতে বলা হয়েছে, কোভিড ১৯-এর কারণে শ্রেণিকক্ষে পাঠদান সম্ভব হচ্ছে না।

সেখানে বলা হয়, শিক্ষার্থীদের লেখাপড়া যাতে বিঘ্নিত না হয়, সে উদ্দেশ্যে ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ৪ অক্টোবর থেকে অনলাইনে ক্লাস নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে।

এদিকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী রোববার (৪ অক্টোবর) সকালে শিক্ষামন্ত্রী দীপু মনি প্রধান অতিথি হিসেবে অনলাইন ক্লাসের উদ্বোধন করবেন। ঢাকা কলেজে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এর আগে গত ৯ আগস্ট থেকে কেন্দ্রীয়ভাবে অনলাইনে একাদশে ভর্তি কার্যক্রম শুরু হয়। অন্যান্য বছর ১ জুলাই থেকে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হলেও এবার করোনা মহামারির মধ্যে বিলম্বে শিক্ষার্থী ভর্তি করা হয়।

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৩৯০২০৬ ৩০৫৫৯৯ ৫৬৮১
বিশ্ব ৪,০৩,৮২,৮৬২ ৩,০১,৬৯,০৫২ ১১,১৯,৭৪৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • শিক্ষা এর সর্বশেষ
  • শিক্ষা এর পাঠক প্রিয়