• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ডুয়েটের নবনিযুক্ত ভিসির শ্রদ্ধা নিবেদন

আরটিভি নিউজ

  ২৬ সেপ্টেম্বর ২০২০, ১৯:২৯
Tribute to the newly appointed VC of the duet on the portrait of Bangabandhu
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ডুয়েট ভিসির শ্রদ্ধা নিবেদন

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে কাজে যোগদান করলেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনা করে মোনাজাত ও দোয়া পাঠ করা হয়।

শনিবার দুপুরে ধানমণ্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে নবনিযুক্ত ভিসি বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে এই দেশের জন্ম হতো না। তাই, এই দেশ চলবে মুজিব আদর্শে। মুজিব আদর্শ ধারণ করেই আমি আমার উপর অর্পিত দায়িত্ব পালন করতে চাই।

এসময় আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোঃ আবুল কাশেম, অধ্যাপক ড. মোঃ নাদিম আখতার, অধ্যাপক ড. মোঃ আবদুস সাইদ প্রমুখ। আরও উপস্থিত ছিলেন ডুয়েট শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ তাইবুর রহমান, সাধারণ সম্পাদক বিনয় ব্যানার্জিসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীসহ ডুয়েটের কর্মকর্তা-কর্মচারীরা।
পি

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রায় ১৯ বছর পর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে পা রাখলেন ক্রিকেটাররা
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী : অর্থমন্ত্রী
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শনিবার
X
Fresh