• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

মামুন খানের কবিতা

জলসায়রের পলি

শিল্প সাহিত্য ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৭ জানুয়ারি ২০২০, ১৮:২০
ডিঙ্গাপোতা বন্দর হা্ওর
কবি মামুন খান

জলা তলা শনি চনতারা ডিঙ্গাপুতা

জালিয়ার হাওরের নামে

কৈজানি কংশ বালৈ বয়রালা ঘোড়াউত্রা ও ধনু গাঙের নামে

বৈচাজুড়ি খালের নামে

ভেঁওরি বিলের নামে

বাইরাগ ও বাড়িপিছ ভাঙা আফালের নামে

আগাম জলে পঁচে যাওয়া

ফল ফসল ও ফসালির নামে

মজে যাওয়া গলই ও আলকাতরারঙা ধীমান ধীবরের নামে

কুডুরা মেড়া ও হিজলের নামে

আদিগন্ত সবুজরঙা ফাল্গুন মাঠের নামে

উকিল জালাল শরৎ রশিদ ও রাধারমনের নামে

তোমাকে বন্দনা করছি, জলসায়র

তোমার লক্ষ লক্ষ পলি ও পললের ভাঁজে

এই সামান্য জীবাশ্মের জন্য একবিন্দু রাখিয়ো ঠাঁই।

তুমি না দিলে ঠাঁই

এই ব্রহ্মাণ্ডে কে আছে, আমাকে নেবার!

জেবি

মন্তব্য করুন

daraz
  • শিল্প-সাহিত্য এর পাঠক প্রিয়
X
Fresh