• ঢাকা বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
logo

টান

আফিফ জাহাঙ্গীর আলি

  ০৭ অক্টোবর ২০১৮, ০৯:৫০

দূরস্থিত অতি প্রি গার্সিয়াকে বলা, আমার কাছে চলে আসো

উত্তরে তুমি বললে মানি নেই, তুমি আমার কাছে আসো।

তুমি এলে না, আমারও যাওয়া হলো না? কিন্তু তোমার ‘আলিঙ্গন-চুমু’ দক্ষিণ-পশ্চিমের প্রশান্ত মহাসাগর পেরিয়ে নিউইয়োলিওন মনটিমরলেস থেকে এসেছে, নস্টালজিকের মতো ভালোবাসার বিততি, তুমি একদিন স্বপ্রণোদিত হয়ে বললে মদ খেয়েছি, আমি এখন মাতাল।

সেদিন থেকে তোমাকে ভালোবাসার ব্যাপ্তি এভারেস্টের চূড়া স্পর্শ করেছে, সরল স্বীকারোক্তির জন্যে।

তুমি এভারেস্টপর্বত দেখনি, দেখেছ পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর টেক্সাস- মেক্সিকো সীমান্ত ?

তাহলে কী করে বুঝবে তীব্র ভালবাসি তোমাকে।

ক্ষণেক্ষণে স্প্যানিশ ভাষায় ‘ বেসস’ বলে চুম্বন দাও, তখন ইচ্ছে করে সামুদ্রিক ফ্রিগেট পাখির ডানায় চড়ে বসে; ক্যারিবিয়ান সাগর পারি দিয়ে-পৃথিবীর নিষ্ঠুর অভিশপ্ত গুয়াতেমালায় কারাবন্দি ‘আসা-যাওয়া’ মুক্ত করে, উত্তর আমেরিকা পৌঁছাতে।

তখন মদের নেশায় নয়? ভালোবাসার নেশায় মাতাল হবে নিশ্চয়ই!

মন্তব্য করুন

daraz
  • শিল্প-সাহিত্য এর পাঠক প্রিয়
X
Fresh