• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

গভীর রাতের বেদনার প্রহর

মো. গোলাম মোস্তফা (দুঃখু)

  ১৯ অক্টোবর ২০২০, ২১:৩৮

রাতের ঠিক মধ্য প্রহরে,

জানালার এক কোণে ঘুমের ঘোরে।

একলা অপেক্ষমান আমি,

তুমি আসবে মনে করে।

মাঝে মাঝে চলে সংলাপ,

চাঁদ তারার সাথে।

তোমরা কি সুখ পাও,

আলো দিয়ে রাতে?

গভীর রাতের বেদনার প্রহর,

কাটে নিদারুণ।

চোখে নেই অশ্রু,

বুকের পাজরে কান্না করুণ।

রাত্রিরও সঙ্গী আছে,

চাঁদ তারা জানি।

আমি যেন নিঃসঙ্গ এক,

বাকহীন প্রাণী ।

রাত্রির নির্জনতার ধ্বনি,

কান পেতে শুনি।

ফিরে তুমি আসবে না তাই

ভাবনার প্রহর গুনি।

মন্তব্য করুন

daraz
  • শিল্প-সাহিত্য এর পাঠক প্রিয়
X
Fresh