• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য হলেন ডা. হাবিবে মিল্লাত

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ নভেম্বর ২০১৭, ১৫:৩২

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটি (আইএফআরসি) বা আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদের সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মো. হাবিবে মিল্লাত, এমপি।

তুরস্কের আনতালিয়া শহরে আইএফআরসি’র জেনারেল অ্যাসেম্বলিতে আগামী ৪ বছরের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে তাকে নির্বাচিত করা হয়।

ডা. হাবিবে মিল্লাত জানিয়েছেন, আর্তমানবতার সেবায় রেড ক্রিসেন্ট সোসাইটির অবদানের স্বীকৃতি এই জয়লাভ।

‘এটি আমাদের দায়বদ্ধতা আরো বাড়িয়ে দেবে এবং ভবিষ্যতে আমাদের মানবিক কার্যক্রমকে আরো বেগবান করতে অনুপ্রাণিত করবে।’

তিনি আরো বলেন, আইএফআরসির ব্যবস্থাপনা পর্ষদে নীতিনির্ধারণী পর্যায়ে অবদান রাখারও সুযোগ করে দেবে এই স্বীকৃতি।

এক বিজ্ঞপিতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার আইএফআরসির গভর্নিং বডির নব নির্বাচিত প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট ও গভর্নিং বডির সব সদস্যকে অভিনন্দন জানিয়েছেন। তিনি একইসঙ্গে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে আইএফআরসির গভর্নিং বডির সদস্য নির্বাচিত করায় রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের ১৮৯ জাতীয় সোসাইটিকে ধন্যবাদ জানান।

এসআর

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh