• ঢাকা শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
logo

মোবাইল চশমা ব্যাগ থেকেও ছড়াতে পারে করোনা

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি অনলাইন

  ৩০ মার্চ ২০২০, ১৫:৪৩
মোবাইল চশমা ব্যাগ থেকেও ছড়াতে পারে করোনা
মোবাইল চশমা ব্যাগ থেকেও ছড়াতে পারে করোনা

মোবাইল ফোন, চশমা বা বাজার বা পার্স ব্যাগের মাধ্যমে করোনা-সহ নানা ধরনের ভাইরাস সংক্রমণের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

চিকিৎসকরা জানিয়েছেন, বাইরে থেকে বাড়িতে ফিরেই হাত ধোয়ার সঙ্গে সঙ্গে মোবাইল ফোনও খুব ভালোভাবে মুছে নিতে হবে। আর মাছের বাজারের ব্যাগে যদি রক্তের দাগ লেগে থাকে, তাহলে বাড়িতে ফিরেই সেই ব্যাগটিকে সাবান দিয়ে ধুয়ে নিতে হবে। আর ব্যবহারের পার্স ব্যাগও ধুয়ে মুছে নিন।

ভারতের চিকিৎসক অরিন্দম বিশ্বাস জানিয়েছেন, চশমার কাচ ও ফ্রেম ভালোভাবে ধুয়ে নিতে হবে। তারপর চশমা পরিষ্কার করার জন্য যে বিশেষ লোশন আছে, তা দিয়ে কাচ ও ফ্রেম খুব ভালোভাবে মুছে নিতে হবে। যে কোনও কাপড় দিয়ে মুছলে হবে না। চশমার খাপে যে কাপড় দেয়া থাকে, তা দিয়েই মুছতে হবে।

এস

মন্তব্য করুন

daraz
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গ্রামীণফোন গ্রাহকদের জন্য সুখবর
আইফোন খোয়ালেন মন্ত্রী
ভুল চিকিৎসা বলার অধিকার কারও নেই: স্বাস্থ্যমন্ত্রী
দেশে সেলিব্রিটিদের মধ্যে প্রথম মোবাইল ব্যবহার করেন সালমান শাহ
X
Fresh