logo
  • ঢাকা বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২০, ১৯ চৈত্র ১৪২৬

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় স্পেনে মৃত্যু ৯৫০, মোট ১০ হাজার, নতুন আক্রান্ত ৮ হাজারের বেশি: বৃহস্পতিবার জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ভারতে আক্রান্ত ২ হাজার ছুঁই ছুঁই, একদিনে ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১, মোট মৃত্যু: এনডিটিভি। বিশ্বজুড়ে একদিনে এক লাখের বেশি আক্রান্ত, ৬ হাজার মৃত্যু, এই মৃত্যুর অর্ধেকের বেশিই স্পেন, ইতালি ও যুক্তরাষ্ট্রে: বিবিসি। গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে দুজন ব্যক্তি আক্রান্ত হয়েছেন: আইইডিসিআর। যুক্তরাজ্যে ১ দিনে শুধু বুধবার ৫৬২ জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত ৪৩২৪, মোট মৃতের সংখ্যা ২৩৫২, মোট আক্রান্ত ২৯৪৭৪ জন: এএফপি। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু দেখল আমেরিকা- ৮৬৫ জন, মোট মৃত্যু ৩ হাজার ৮৭৩, আক্রান্তের পরিসংখ্যানেও প্রথম স্থানে আমেরিকা- এক লাখ ৭৫ হাজার: ডয়েচে ভেলে। ইউরোপে মৃতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে, শুধু স্পেন ও ইতালিতেই মৃত্যু ২০ হাজারের বেশি, ইতালিতে ১২৪২৮, যুক্তরাজ্যে ১৭শ ছাড়িয়েছে: বিবিসি।

করোনায় ক্ষতিগ্রস্ত হতে পারে পুরুষের অণ্ডকোষ, বন্ধ্যাত্বেরও আশঙ্কা

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি অনলাইন
|  ২১ মার্চ ২০২০, ১২:১১ | আপডেট : ২১ মার্চ ২০২০, ১৯:০৩
করোনাভাইরাস, ক্ষতিগ্রস্ত, পুরুষ, অণ্ডকোষ, বন্ধ্যাত্ব
প্রতীকী ছবি।

করোনাভাইরাস আতঙ্কে গোটা বিশ্ব। লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে আক্রান্তের সংখ্যা। করোনা আক্রান্ত ব্যক্তির শ্বাসকষ্ট, জ্বর, মাথাব্যথা, হাঁচি, কাশির মতো উপসর্গ দেখা দেয় মোটামুটি এ বিষয়ে অনেকে জানেন। কিন্তু জানেন কি, করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে পুরুষের অণ্ডকোষ! এমনকি পুরুষদের বন্ধ্যাত্বের ঝুঁকিও রয়েছে। নতুন এক গবেষণায় উদ্বেগ বেড়েছে চিকিৎসকদের। বিষয়টি জানায় আন্তর্জাতিক গণমাধ্যম ডেইলি মেইল।

নতুন আতঙ্কের সৃষ্টি করেছেন চিনের উহানের এক হাসপাতালের চিকিৎসক। টংজি হাসপাতালের ওই চিকিৎসক জানিয়েছেন, গবেষণার জানা গেছে, ভাইরাসের জেরে ক্ষতিগ্রস্ত হতে পারে পুরুষদের অণ্ডকোষ। ফলে বন্ধ্যাত্বের ঝুঁকি বাড়তে পারে। অধ্যাপক লি ইউফেং জানিয়েছেন, এই ভাইরাসের ছোবলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা লোপ পাওয়ার পাশাপাশি ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে অণ্ডকোষের। রোগী সেরে উঠলেও তার প্রজনন ক্ষমতা পরীক্ষা করা উচিত। কারণ, এর ফলে বন্ধ্যাত্বের আশঙ্কা রয়েছে।

চিকিৎসকরা সতর্ক করেছিলেন, এই রোগটি শুক্রাণুর উৎপাদনকে প্রভাবিত করতে পারে। তবে কোনও সমীক্ষায় প্রমাণিত হয়নি যে নতুন করোনাভাইরাস পুরুষের উর্বরতায় প্রভাব ফেলবে। চীনের চিকিৎসকরা পুরুষ করোনাভাইরাস রোগীদের সুস্থ হওয়ার সাথে সাথে তাদের উর্বরতা পরীক্ষা করার জন্য অনুরোধ করেছেন। পুরুষ রোগীদের শুক্রাণুর গুণমান এবং হরমোনের মাত্রা পরীক্ষা করার আহ্বান জানিয়েছেন।

সূত্র- ডেইলি মেইল।

জিএ

সংশ্লিষ্ট সংবাদ : করোনাভাইরাস

আরও
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৫৬ ২৬
বিশ্ব ৯৬২৯৭৭ ২০২৯৩৫ ৪৯১৮০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • লাইফস্টাইল এর সর্বশেষ
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়