logo
  • ঢাকা শনিবার, ২০ জুলাই ২০১৯, ৫ শ্রাবণ ১৪২৬

ঈদে সোলস্টার নিয়ে এলো স্ট্রাইপ পোলোশার্ট

লাইফস্টাইল ডেস্ক
|  ১২ মে ২০১৮, ১৫:৩৭
পোলোশার্ট পড়তে পছন্দ করেন সব বয়সেরই মানুষ। সে পছন্দের কথা মাথায় রেখেই ফ্যাশন ব্র্যান্ড সোলস্টার বাজারে নিয়ে এলো নজরকাড়া পোলোশার্টের কালেকশন।

ঈদকে সামনে রেখে সারাদেশের ক্রেতাদের জন্য সোলস্টার নিয়ে এসেছে আরামদায়ক স্ট্রাইপ পোলোশার্ট। বিভিন্ন বৈচিত্র্যপূর্ণ কালার ব্যবহারের মাধ্যমেই ফুটিয়ে তোলা হয়েছে এসব পোলোশার্ট ।

ভিন্নতা আনা হয়েছে প্যাটার্নেও। সোলস্টারে পাওয়া যাবে এক কালার পোলোশার্ট, স্ট্রাইপ পোলোশার্ট , টি-শার্ট, শার্ট, ফতুয়া ও পাঞ্জাবি। নতুন নকশায় তৈরি এসব পোশাক পাইকারি ও খুচরা পাওয়া যাচ্ছে ঢাকার আজিজ সুপার মার্কেটের সোলস্টারের পাঁচটি শো-রুমে।

কেএইচ/ এ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়