• ঢাকা বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
logo

পায়ের দুর্গন্ধ দূর করার ৫টি উপায়

লাইফস্টাইল ডেস্ক

  ১৪ ডিসেম্বর ২০১৭, ১৬:০৩

অফিস থেকে শুরু করে স্কুল-কলেজ সব জায়গায় পায়ের দুর্গন্ধের কারণে অস্বস্তিজনক পরিস্থিতিতে পড়তে হয় অনেককে। অতিরিক্ত পা ঘামানো ও ধুলোবালি জমে থাকার কারণে এই দুর্গন্ধের সৃষ্টি হয়। বেশি সময় ধরে জুতা পরে থাকলেও এই সমস্যা হতে পারে।

তাই কিছু নিয়ম মেনে চললেই পায়ের এই দুর্গন্ধ দূর করা সম্ভব। এ ক্ষেত্রে যা করবেন—

  • জুতা পরার ক্ষেত্রে অবশ্যই সুতির মোজা পরুন এবং দুই দিন পর পর বদলে ফেলুন।
  • বাইরে থেকে এসে জুতার ভিতরে ব্যবহৃত টি-ব্যাগ রাখুন। টি-ব্যাগ জুতার ভিতরের ঘন্ধ দূর করে দিবে।
  • প্রতিদিন বাইরে থেকে এসে ফুটানো চা পাতা পানিতে দিয়ে ২০ মিনিট পা ভিজিয়ে রাখুন। চা পাতা জীবাণুনাশক হিসেবে এবং পায়ের খোলা লোমকূপ বন্ধ করতে সাহায্য করে। একই প্রক্রিয়ায় বেকিং সোডাও ব্যবহার করতে পারেন।
  • ভিনেগারে রয়েছে অ্যাসেটিক অ্যাসিড যা পায়ের সব ব্যাকটেরিয়া দূর করে। ৮ কাপ গরম পানিতে আধাকাপ ভিনেগার মিশিয়ে তাতে আপনার পা ১০-১৫ মিনিট ডুবিয়ে রাখুন। এরপর পা ভালো করে সাবান দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন পায়ের সব গন্ধ চলে গেছে।
  • প্রতিদিন একবার অ্যান্টিফাঙ্গাল ফুট-স্প্রে বা পাউডার ব্যবহার করতে পারেন। পায়ে অ্যান্টিফাঙ্গাল স্প্রে করে বা পাউডার দিয়ে মোজা পরে নিন। এতে পায়ে জীবাণুর বিস্তার কম হবে আর দুর্গন্ধও থাকবে না।

এন/পি

মন্তব্য করুন

daraz
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এভারকেয়ারের সিসিইউতে ভর্তি খালেদা জিয়া
কমতে পারে তাপমাত্রা, হবে বৃষ্টি
পাথরঘাটায় সাইবার নিরাপত্তা আইনে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা
মনোনয়নপত্র নিতে প্রার্থীর বাড়িতে লোক পাঠালেন রিটার্নিং কর্মকর্তা
X
Fresh