• ঢাকা সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
logo

ঠোঁটের রং বলে দেবে আপনি কোন সমস্যায় ভুগছেন!

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

  ০৬ মার্চ ২০২১, ১৭:৩৯
Lip color will tell you what problem you are suffering from!
ঠোঁটের রং বলে দেবে আপনি কোন সমস্যায় ভুগছেন!

ঠোঁট হোক গোলাপি কিংবা কালো। তা দেখেই জানা যাবে শরীরের অবস্থা। শরীরের ভেতরে ধীরে ধীরে বাড়তে থাকা নানা রোগের লক্ষণ বোঝা সম্ভব ঠোঁট দেখে!

১. গাঢ় লাল ঠোঁট: লিভার প্লীহা বা স্প্লিনের সমস্যা হলে, শরীর মাত্রাতিরিক্ত গরম হয়ে গেলে ঠোঁটের রং গাঢ় লাল হয়ে যেতে পারে। ঘন ঘন বুক জ্বালা, অ্যাসিডিটির মতো সমস্যার ক্ষেত্রেও এই লক্ষণ প্রকাশ পায়।

আরও পড়ুনঃ অল্প বয়সে বিয়ে করার যত উপকারিতা

২. গোলাপি ঠোঁট: গোলাপি রঙের ঠোঁট শুধু যে দেখতেই সুন্দর তা নয়, এই রঙের ঠোঁট আসলে সুস্বাস্থ্যেরই ইঙ্গিত দেয়।

৩. সাদা বা ফ্যাকাশে ঠোঁট: ঠোঁটের রং যদি সাদা বা ফ্যাকাশে ধরনের হয়, সে ক্ষেত্রে তা রক্ত স্বল্পতার লক্ষণ হতে পারে।

আরও পড়ুন : ছেলেদের উজ্জ্বল ত্বকের জন্য পাঁচ কৌশল

৪. ঠোঁটে গাঢ় লাল বা কালো ছোপ: যদি এমনটা দেখা যায়। সে ক্ষেত্রে বুঝতে হবে শরীরে প্রয়োজনীয় পুষ্টির যথেষ্ট ঘাটতি রয়েছে। মাত্রাতিরিক্ত শারীরিক-মানসিক চাপের কারণেও এমনটা হতে পারে। এই সমস্যা থেকে দ্রুত মুক্তি পেতে পর্যাপ্ত বিশ্রামের প্রয়োজন।

জিএম

মন্তব্য করুন

daraz
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পিএইচডি প্রোগ্রাম চালু করল নোবিপ্রবি 
হাসপাতাল ভবনের ফাঁক দিয়ে পড়ে রোগীর মৃত্যু
‘চলচ্চিত্র শিল্পে সমস্যা ও উত্তরণের উপায়’ নিয়ে গোলটেবিল বৈঠক
চেয়ারম্যান পদ ছাড়লেন বিএনপি নেতা
X
Fresh