logo
 • ঢাকা শনিবার, ১৫ আগস্ট ২০২০, ৩১ শ্রাবণ ১৪২৭

বর্ষাকালে দেয়ালে ড্যাম্প ও স্যাঁতস্যাঁতে ঘর, যা করবেন

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ
|  ০১ আগস্ট ২০২০, ১৪:২৯ | আপডেট : ০১ আগস্ট ২০২০, ১৪:৪৯
walls damp
দেয়ালে ড্যাম্প। ফাইল ছবি।
চলছে বর্ষাকাল, এই সময় ঘরের দেয়ালে ড্যাম্প পড়ে দেয়ালে বিশ্রী কালচে দেখায়। দেয়ালের এই ড্যাম্প থেকে ঘরে স্যাঁতস্যাঁতে গন্ধ হয়। চিন্তার কিছু নেই! আপনার ঘরে এমন হলে জেনে নিন সহজ সমাধান।

যা করবেন- 

 • প্রথমে ঘরের দেয়ালের যে সব জায়গা থেকে ড্যাম্প ছড়াচ্ছে তা চিহ্নিত করুন। অনেক সময় দেখা যায়, কোনও জায়গা থেকে ক্রমাগত পানি চুঁইয়ে পড়ার ফলে দেয়ালের কোনও অংশ দিনের পর দিন ভিজে থাকে। ফলে দেয়ালের ওই ভেজা অংশ থেকেই ড্যাম্প ছড়াতে থাকে। তাই প্রথমেই ড্যাম্পের উৎসস্থলটা চিহ্নিত করা জরুরি।
 • ঘরের দেয়ালের পানি  চুঁইয়ে পড়ার কারণ খুঁজে বের করতে হবে আর যত দ্রুত সম্ভব সেই সমস্যার সমাধান করতে হবে।
 • ঘরের ভেন্টিলেশনের দিকে নজর রাখুন। অনেক সময় সেখান থেকেও পানি চুঁইয়ে দেয়াল নষ্ট হতে পারে। তাই বর্ষার আগেই ব্যবস্থা নিন।
 • অনেক সময় বাড়ির ছাদে ফাটল ধরে পানি চুঁইয়ে ঘরের ভিতরে ছাদের অংশে বা দেওয়ালে ড্যাম্প ধরে। এক্ষেত্রে দেওয়াল ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে বাঁচাতে ছাদের ওই ফাটল মেরামত করা জরুরি।
 • এ ছাড়াও বাজারে উপলব্ধ ‘মোল্ড রেজিস্ট’ রং বা জিপসাম প্লাস্টার ব্যবহার করতে পারেন। এগুলো ঘরের দেওয়ালকে ড্যাম্প পড়ার হাত থেকে দীর্ঘদিন রক্ষা করতে সক্ষম।
 • দীর্ঘদিন কোনও আসবাব দেয়ালে ঝোলানো থাকলে সেখানেও ড্যাম্প ধরে। এক্ষেত্রে কিছুদিন পর পর আসবাবপত্রের জায়গা পালটে ফেলুন।
 • চেষ্টা করুন ঘর যাতে দিনের বেশির ভাগ সময় খোলামেলা থাকে। কারণ বদ্ধ ঘরে অতিরিক্ত জলীয়বাষ্প বা আর্দ্রতা জমে দেওয়ালে ড্যাম্প পড়ার আশঙ্কা থাকে।
সূত্র- জি নিউজ। 

জিএ 

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ২৭৪৫২৫ ১৫৭৬৩৫ ৩৬২৫
বিশ্ব ২১৩৮৩৯৭৯ ১৪১৬৬৫৯১ ৭৬৪০৫১
 • সর্বশেষ
 • পাঠক প্রিয়
 • লাইফস্টাইল এর সর্বশেষ
 • লাইফস্টাইল এর পাঠক প্রিয়