• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

চলমান সরকারি চাকরির আবেদনের সময়সীমা বৃদ্ধি

জব ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৯ মে ২০২০, ১৩:৩১
চলমান সরকারি চাকরির আবেদনের সময়সীমা বৃদ্ধি
ফাইল ছবি

সরকারি কয়েকটি প্রতিষ্ঠানে চাকরির আবেদনের সময়সীমা বেড়েছে।

১। হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়

পদসংখ্যা: ১৪ ক্যাটাগরিতে ১৯০১টি পদ।

আবেদনের বর্ধিত সময়সীমা: ২০ মে ২০২০ ইং।

পদের নাম ও পদসংখ্যা:

ক. অডিটর—৫৩৮টি পদ

খ. জুনিয়র অডিটর—৪৫৭টি পদ

গ. অফিস সহায়ক—২৫৫টি পদ

ঘ. কম্পিউটার মুদ্রাক্ষরিক—৫৪৪টি পদ — ইত্যাদি পদ।

আবেদন ফি: ১১২ টাকা, ৫৬ টাকা।

অনলাইনে আবেদন: http://cga.teletalk.com.bd/apply.php

২। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়

পদের নাম ও পদসংখ্যা: সিনিয়র স্টাফ নার্স, ২৫৫০টি পদ।

আবেদনের বর্ধিত সময়সীমা: ১৭ মে ২০২০ ইং।

অনলাইনে আবেদন: http://bpsc.teletalk.com.bd/ncad/home.php

নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোডের শর্ট লিংক: shorturl.at/gqrxy

৩। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

পদের নাম ও পদসংখ্যা

ক. সহকারী প্রসিকিউটর—৪৫টি পদ

খ. অফিস সহায়ক—৫৫টি পদ

আবেদন ফি: ১১২ টাকা, ৫৬ টাকা।

আবেদনের বর্ধিত সময়সীমা: ১০ মে ২০২০ ইং।

অনলাইনে আবেদন: http://dnc.teletalk.com.bd

বিস্তারিত: http://dnc.teletalk.com.bd/doc/Advertisement_DNC.pdf

৪। বন সংরক্ষকের দপ্তর, বগুড়া

পদসমূহ: ৩ ক্যাটাগরির ১২টি পদ।

আবেদনের বর্ধিত সময়সীমা: অফিস খোলার পরে ১৫ কর্মদিবস পর্যন্ত।

বিস্তারিত: http://www.bforest.gov.bd/site/view/notices

এস

মন্তব্য করুন

daraz
  • চাকরি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে কারণে চাকরি ছাড়লেন বাংলাদেশ ব্যাংকের ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
অর্ধশতাধিক কর্মকর্তা একসঙ্গে বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন
বে গ্রুপে একাধিক পদে চাকরি, কর্মস্থল ঢাকা
X
Fresh